আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি-রোহিত শর্মা খেলছেন অথচ বিজয় হাজারে ট্রফি দেখা যাচ্ছে না। হতাশা বাড়ছে ভক্তদের। দেশের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ভক্তদের উদ্দেশে বলছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কিছু সীমাবদ্ধতা রয়েছে।
বিজয় হাজারেতে খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন বিরাট ও রোহিত। কিন্তু দুই সুপারস্টারের খেলাই দেখানো হল না। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''ভক্তরা বলছেন কী হচ্ছেটা কী? কেবল এলন মাস্কের পক্ষেই ম্যাচ টেলিকাস্ট করা সম্ভব। কোনও সন্দেহই নেই ভক্তরা রোহিত-বিরাটের খেলা দেখতে চায়। দুর্দান্ত একটা সিরিজ গিয়েছে ওদের। এরপরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ওরা দু'জনেই পারফর্ম করেছে। একজন ১৫০ রান করেছে, আরেকজন ১৩০। দু'জনেরই অবিশ্বাস্য স্ট্রাইক রেট। ওদের মতো খেলোয়াড়রা যখন খেলতে নামে, তখন ম্যাচ হয়ে ওঠে আকর্ষণীয়।''
সিকিমের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে রোহিত ৯৪ বলে ১৫৫ রান করেন। ১৮টি চার ও ৯টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস।
অন্যদিকে দিল্লির হয়ে কোহলি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১০১ বলে ১৩১ রান করেন। ১৪টি বাউন্ডারি ও তিনটি ছক্কায় সাজানো ছিল বিরাটের ইনিংস।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হয়ে ব্যাট ধরে অশ্বিন বলেছেন, ''রোহিত ও বিরাটের খেলা সবাই দেখতে চায়। রোহিত ও বিরাট-দুই তারকা খেলবে তা কতদিন আগে জানতে পেরেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এটাও জানার বিষয়। একই সময়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছিল। যখন সবটাই প্রকাশিত হয়, তখন বিসিসিআই ও ব্রডকাস্টাররা সিদ্ধান্ত নেয় কোন ভেন্যুতে কোন ম্যাচ কভার করা সহজ।''
অশ্বিন বলেন, শেষ মুহূর্তে যদি ভেন্যুর নাম প্রকাশ করা হয়, তাহলে তা টেলিকাস্ট করা কঠিন।
ভক্তদের হতাশার জায়গাটা অনুভব করতে পারেন দেশের প্রাক্তন স্পিনার। তিনি বলেন, ''আমি ভক্তদের হতাশার জায়গাটা বুঝতে পারি। তবে ম্যাচ টেলিকাস্ট করার সীমাবদ্ধতা রয়েছে। ভারতে অসংখ্য প্রথম শ্রেণির দল রয়েছে। সব ম্যাচ দেখানো সম্ভব নয়। অন্য প্লেয়াররাও নিজেদের প্রতিভা দেখাতে চাইবে। এখানে আমাদের কিছুটা শিথিল করতে হবে।''
