আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মাঝেই ইংল্যান্ড সিরিজ নিয়ে চাঞ্চল্যকর দাবি করে বসলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, তরুণ ব্যাটার সাই সুদর্শন ভারতের তিন ফরম্যাটেই খেলার উপযুক্ত এবং আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে তাঁর জায়গা হওয়া উচিত। ভারত তাদের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সফর শুরু করবে জুন মাসে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। ২০ জুন হেডিংলিতে শুরু হবে প্রথম টেস্ট।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি টেস্টে হারের পর এবার ইংল্যান্ড সিরিজে দল গঠনের দিকে নজর রয়েছে ক্রিকেটবিশ্বের। উল্লেখ্য, চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ৪৫৬ রান করে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শন। তাঁর স্টাইল, টেকনিক এবং কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা ইংল্যান্ডের কন্ডিশনে বড় অস্ত্র হতে পারে বলে মনে করেন শাস্ত্রী।

রবি শাস্ত্রী বলেন, ‘আমি সাই সুদর্শনকে সব ফরম্যাটের জন্য উপযুক্ত খেলোয়াড় হিসেবে দেখি। ওর ব্যাটিং স্টাইল, টেকনিক এবং ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা ওকে এগিয়ে রাখবে। দল গঠনের সময় ওর কথা মাথায় রাখা উচিত’। শাস্ত্রী আরও বলেন, ‘সাদা বলের ক্রিকেটে দারুণ ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারকে নেওয়া যেতে পারে, তবে বিষয়টা কঠিন, দেখতে হবে, আর কে কে আছে দলে’। পেস বোলিং আক্রমণেও ভারসাম্য আনতে চান প্রাক্তন ভারতীয় কোচ। জানান, ‘যশপ্রীত বুমরা, মহম্মদ শামি চোট সারিয়ে ফিরবে। আমি চাই দলে একজন বাঁ-হাতি পেসার থাকুক’।