আজকাল ওয়েবডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ডে মরণ-বাঁচন টেস্টের জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় দল। যশপ্রীত বুমরার পাশাপাশি আরেকজনের দিকে সবার নজর থাকবে। তিনি ঋষভ পন্থ। বিশেষ করে তাঁর আঙুলের চোটের দিকে। চতুর্থ টেস্টের আগে অদ্ভুত এক দাবি করে বসলেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ মনে করেন, উইকেটকিপিং না করতে পারলে শুধুমাত্র স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলা উচিত নয় পন্থের। আইসিসির পোস্ট করা ভিডিওতে শাস্ত্রী বলেন, 'আমার মনে হয় ও উইকেটকিপিং করতে না পারলে শুধুমাত্র স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলা উচিত না। ওকে ফিল্ডিং করতেই হবে। ও এই অবস্থার ফিল্ডিং করলে সেটা আরও খারাপ হবে। গ্লাভাস থাকলে তাও একটু নিরাপত্তা থাকবে। গ্লাভস ছাড়া যদি চোটের জায়গায় আবার চোট পায়। তাহলে সেটা মোটেও ভাল হবে না। আরও ক্ষতি হয়ে যাবে।'
লর্ডস টেস্টের প্রথম দিনই আঙুলে চোট পান পন্থ। ম্যাচের বাকি সময়টা উইকেটকিপিং করেনি। উইকেটের পেছনে দেখা যায় ধ্রুব জুরেলকে। তবে ব্যাট করতে নামেন। যন্ত্রণা নিয়েই ৭৪ রান করেন। মাঠে ব্যাট করার সময় মাঝেমধ্যে শুশ্রূষা নিতে দেখা যায় তাঁকে। তবে ম্যাঞ্চেস্টার টেস্টের আগে এটা চিন্তার বিষয়। বৃহস্পতিবার বেকেনহ্যামে ঐচ্ছিক ট্রেনিংয়ে উইকেটকিপিং এবং ব্যাটিং করেননি ঋষভ। হালকা ওয়ার্কআউট করেন। হাতে কোনও টেপ লাগানো ছিল না। সূত্রের খবর, এখনও আঙুলে ব্যথা রয়েছে। তবে পন্থকে নিয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার সহকারী কোচ। রায়ান টেন দুশখাতে বলেন, 'যাই হোক না কেন, ঋষভকে এই টেস্টের বাইরে রাখা যাবে না। তৃতীয় টেস্টে যন্ত্রণা নিয়ে ব্যাট করেছে। পরের ম্যাচে পরিস্থিতি আরও কিছুটা ভাল হবে। তবে কিপিং রিকভারির শেষ অঙ্গ। আমরা আর সেটার মধ্যে দিয়ে যেতে চাই না। যেখানে ম্যাচের মাঝে কিপার বদল করতে হবে।' গম্ভীরের ডেপুটি জানিয়ে দেন, জুরেলের খেলার সম্ভাবনা রয়েছে। যদি উইকেটকিপিং করতে পারেন, তবেই পন্থ খেলবে। একই কথা বলেন ভারতের প্রাক্তন কোচ। পন্থ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'ওকে কিপিং এবং ব্যাটিং দুটোই করতে হবে। ও দুটোর মধ্যে একটা করতে পারে না। এটা ফ্র্যাকচার। পুরো বিশ্রাম নিয়ে ওভালের জন্য তৈরি হওয়া উচিত। তবে সেটা না হলে, ঠিক হতে হাতে ন'দিন পাবে।'
ভারত-ইংল্যান্ড সিরিজে শুভমন গিলের পর সবচেয়ে ছন্দে আছেন পন্থ। এজবাস্টনে জোড়া শতরান করেন। একাধিক নজির গড়েন। তিনি না খেলতে পারলে বড় সমস্যায় পড়বে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩৪টি ছয় হাঁকানোর নজির গড়েন ভারতের উইকেটকিপার ব্যাটার। ছাপিয়ে যান ভিভিয়ান রিচার্ডসকে। ১৭ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬টি টেস্ট খেলেছেন ক্যারিবিয়ান তারকা। হাঁকান ৩৪টি ছয়। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২তম টেস্টেই এই সংখ্যা ছাপিয়ে যান পন্থ। তাঁর নামের পাশে এখন ৩৫টি ছয়। টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ছয় মারার তালিকায় ঋষভ পন্থ, ভিভ রিচার্ডসের পর রয়েছেন টিম সাউদি, যশস্বী জয়েসওয়াল এবং শুভমন গিল।
হাতের চোট নিয়েই লর্ডসে আরও দুটো নজির গড়েন পন্থ। ছাপিয়ে যান এমএস ধোনিকে। ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে ইংল্যান্ড সফরে সবচেয়ে বেশি রানের রেকর্ড করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে প্রথম ভিজিটিং উইকেটকিপার ব্যাটার হিসেবে ৪০০ রান পেরিয়ে যান। ছয়ের সংখ্যায় ছুঁয়ে ফেলেন রোহিত শর্মাকে। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় প্রাক্তন অধিনায়কের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ঋষভ। দু'জনের ছয়ের সংখ্যা ৮৮। নিজের ৪৬তম টেস্টে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন পন্থ। রোহিতের লেগেছিল ৬৭টি টেস্ট। ৯০টি ছক্কা হাঁকিয়ে এক নম্বরে বীরেন্দ্র শেহবাগ। তাঁর রেকর্ড ভাঙা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
