আজকাল ওয়েবডেস্ক: গোয়ালিয়রে ব্যাট হাতে হার্দিক পাণ্ডিয়া অবাক করে দিয়েছেন সবাইকে। তাঁর 'নো লুক আপার কাট' নিয়ে জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

দ্বাদশ ওভারে তাসকিন আহমেদের শেষ তিনটি বলে চার, চার এবং ছক্কা হাঁকিয়ে ম্যাচ পকেটস্থ করেন হার্দিক। এর মধ্যে তাসকিনের চতুর্থ বলে হার্দিকের হাত থেকে ছিটকে গেল ব্যাট। কিন্তু বল গেল বাউন্ডারিতে। হার্দিক নিজেও অবাক। অবাক ধারাভাষ্যকাররাও। এমনকী বাংলাদেশের ফিল্ডার মিরাজকেও বিভ্রান্ত দেখিয়েছে।

বলের গতিপথ সম্পর্কে তাঁর কাছেও কোনও ধারণা ছিল না। তাসকিনের ডেলিভারি লেগ সাইডে চালিয়েছিলেন হার্দিক। তাঁর হাত থেকে ব্যাট উড়ে গেল স্কোয়ার লেগে। পয়েন্ট ও শর্ট থার্ড ম্যানের মধ্যে দিয়ে বল গেল বাউন্ডারিতে। যা দেখার পরে ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেন, ''ব্যাট গেল লন্ডনে, বল প্যারিসে হারিয়ে গেল। গোয়ালিয়রে সবকিছুই ঘটছে।'' সেই সময়ে রবি শাস্ত্রীর সঙ্গে সহকারী ধারাভাষ্যকার হিসেবে ছিলেন বাংলাদেশের প্রাক্তন ওপেনার তামিম ইকবাল। তিনি বলে ওঠেন, ''আর মিরাজ গেল ঢাকায়।'' 

টেস্ট  সিরিজে বাংলাদেশকে দুরমুশ করার পরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ভারতের প্রাধান্য অব্যাহত থেকেছে। বাংলাদেশকে মাত্র ১২৭ রানে থামিয়ে দিওয়ার পরে ভারত ১১,.৫ ওভারে ম্যাচ জিতে নেয়।