আজকাল ওয়েবডেস্ক: রুদ্ধশ্বাস পঞ্চম দিনের অপেক্ষায় ওভাল। কিন্তু আবহাওয়া পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে। পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা কপালে ভাঁজ ফেলছে সমর্থকদের। ক্রিস ওকস ব্যাট করতে নামলে টিম ইন্ডিয়ার প্রয়োজন ৪ উইকেট। নয়তো তিন। অন্যদিকে ইংল্যান্ডের দরকার ৩৫ রান। পাঁচ ম্যাচের সিরিজ ২-১ এ এগিয়ে আছে ইংল্যান্ড। ওভালে জিতলেই সিরিজ পকেটে। রবিবারই সিরিজের ফয়সালা হয়ে যেত। কিন্তু বৃষ্টি বাঁধ সাধে। সঙ্গে ভারতীয় বোলাররা শেষদিকে জ্বলে ওঠায় হালকা সম্ভাবনা জিইয়ে রাখেন শুভমন গিলরা। ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের বড় টার্গেট সেট করে ভারত। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল, সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় ইংল্যান্ডের ব্যাটাররা। জো রুট এবং হ্যারি ব্রুক ব্যাট করার সময় আধিপত্য ছিল ইংল্যান্ডের। কিন্তু ফাইনাল সেশনে প্রসিদ্ধ কৃষ্ণর অনবদ্য স্পেলে ম্যাচে ফেরে ভারত। ৩৩৯ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড।
বৃষ্টি এবং খারাপ আলোর জন্য চতুর্থ দিনের পুরো খেলা হয়নি। আগেই বন্ধ হয়ে যায়। চলতি সিরিজের সব ম্যাচই শেষ দিন পর্যন্ত গড়িয়েছে। ওভালেও তাই। কিন্তু পঞ্চম দিনের আবহাওয়া কি বলছে? আবহাওয়া পূর্বাভাস শুনে খুব একটা খুশি হবে না সমর্থকরা। স্থানীয় সময় সকাল এগারোটায় শুরু খেলা। যা ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, প্রথম এক ঘণ্টা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু এক ঘণ্টার পর থেকেই প্রতি ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস বাড়বে। যা বেড়ে ১৯ থেকে ৮০ শতাংশ হবে। অর্থাৎ, প্রথম এক ঘণ্টার মধ্যে টেস্টের ফয়সালা করতে বদ্ধপরিকর থাকবে ইংল্যান্ড। এখনও পর্যন্ত বৃষ্টির জন্য অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজ ক্ষতিগ্রস্থ হয়নি। প্রত্যেক ম্যাচেই রেজাল্ট হয়েছে। একমাত্র ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হয়। তবে সেক্ষেত্রে বৃষ্টির তেমন ভূমিকা নেই। এদিনও সেটা হওয়ার সম্ভাবনা কম।
ওভাল টেস্ট গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইংল্যান্ডের জিততে প্রয়োজন ৩৫ রান। ভারতের দরকার ৪ উইকেট। ক্রিজে আছেন জেমি ওভার্টন এবং জেমি স্মিথ। দু'জনেই সবে নেমেছেন। জো রুট জানিয়ে দেন, প্রয়োজনে পঞ্চম দিন ব্যাট করতে নামতে পারেন ক্রিস ওকস। চোটের জন্য বল করতে পারেননি ইংল্যান্ডের পেসার। কিন্তু দলের স্বার্থে ব্যাট হাতে নামতে প্রস্তুত। প্রথম দিন ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ওকস। পরিস্থিতি খুব একটা ভাল দেখাচ্ছে না। রবিবার শেষ সেশন চলাকালীন ড্রেসিংরুমে হাতে স্লিং ঝুলিয়ে চিন্তামগ্ন মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেয়া যায় ওকসকে। সুতরাং, রুট যাই বলুন না কেন, তারকা পেসারের ব্যাট হাতে নামার সিদ্ধান্ত খুব সহজ হবে না। সেক্ষেত্রে সুবিধা পাবে টিম ইন্ডিয়া। জেমি স্মিথের উইকেট তুলে নিতে করলে, সিরিজে সমতা ফেরানোর একটা সুযোগ থাকবে।
