আজকাল ওয়েবডেস্ক: বাবার পদাঙ্ক অনুসরণ করে এবার জাতীয় দলে রাহুল দ্রাবিড়ের ছেলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে ডাক পেলেন সমিত দ্রাবিড়। একদিনের সিরিজ এবং চার দিনের সিরিজের দলে সুযোগ পেয়েছেন দ্রাবিড় পুত্র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুদুচেরি এবং চেন্নাইয়ে তিনটে ৫০ ওভারের ম্যাচ এবং দুটো চারদিনের ম্যাচ খেলবে ভারতের জুনিয়র দল। একদিনের দলকে নেতৃত্ব দেবেন উত্তরপ্রদেশের মহম্মদ অমন। চারদিনের ম্যাচের দলের অধিনায়ক সোহম পটবর্ধন। তিন ম্যাচের একদিনের সিরিজ যথাক্রমে ২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর হবে। তারপর দুটো চারদিনের ম্যাচ খেলতে চেন্নাই রওনা দেবে ভারতীয় দল। ৩০ সেপ্টেম্বর এবং ৭ অক্টোবর হবে দুটো ম্যাচ।

দ্রাবিড়ের ছেলে পেস বোলিং অলরাউন্ডার। বর্তমানে বেঙ্গালুরুতে কেএসসিএ মহারাজা টি-২০ ট্রফিতে মাইসোর ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তিনি। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত নজর কাড়তে পারেননি সমিত। ৭ ইনিংসে ৮২ রান করেন। সর্বোচ্চ ৩৩। টুর্নামেন্টে এখনও পর্যন্ত বল করেননি তিনি। তবে বছরের শুরুতে কোচবিহার ট্রফিতে সাফল্য পান দ্রাবিড় পুত্র। কর্নাটকের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ৮ ম্যাচে ৩৬২ রান করেন ১৮ বছরের ক্রিকেটার। তারমধ্যে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে সর্বোচ্চ ৯৮ রান করেন। বল হাতেও সফল হন। ৮ ম্যাচে ১৬ উইকেট তুলে নেন। ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধেও জোড়া উইকেট পান। মূলত কোচবিহার ট্রফির পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে ডাক পেলেন দ্রাবিড় পুত্র।