আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ক্রিকেটের সব খবরই রাখেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্য শেষ হয়েছে ভারত–ইংল্যান্ড টি২০ সিরিজ। সেই সিরিজ মন দিয়ে দেখেছেন অশ্বিন। তাঁর মনে হয়েছে সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম এবার আতস কাঁচের তলায়।
অশ্বিন মজা করে বলেছেন, ‘একটা তামিল ছবি রয়েছে থিল্লু মিলু। যেখানে যেখানে রজনীকান্ত দুটি ভিন্ন লোকের চরিত্রে অভিনয় করেছেন, একজন গোঁফওয়ালা এবং একজন গোঁফ ছাড়া। সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদবকে দেখলে এমনই মনে হয়।’ এরপরই অশ্বিনের সংযোজন, ‘একইরকম বল। একইরকম শট খেলে আউট হয়েছে সঞ্জু ও সূর্য। একটা দুটো ম্যাচে এটা হতে পারে। কিন্তু ম্যাচের পর ম্যাচ। আমি সত্যিই অবাক।’ অশ্বিনের কথায়, ‘যখন তোমার বিরুদ্ধে একই পরিকল্পনা করা হচ্ছে। তখন তোমাকেই সেখান থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে হবে।’
সঞ্জু যেখানে শর্ট বলে কাবু হয়েছেন। সূর্য ফ্লিক করতে গিয়ে আউট হয়েছেন। অশ্বিনের কথায়, ‘সূর্য অভিজ্ঞ ব্যাটার। দেশের হয়ে অনেক ভাল ইনিংস খেলেছে। তবে এই সমস্যা থেকে ওকে বেরোতে হবে। আর স্যামসন শর্ট বলে আরও সচেতন হোক। তবেই রানে ফিরবে।’
এটা ঘটনা সূর্য পাঁচ ম্যাচে করেছেন মাত্র ২৮। তার মধ্যে দু’বার শূন্য রানে আউট হয়েছেন।
