আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জাতীয় একদিনের দলে রুতুরাজ গায়কোয়াড়ের নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে নিজের মত প্রকাশ করেছেন।

তাঁর মতে, সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার উপস্থিতির কারণেই দলে জায়গা পাওয়ার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে গায়কোয়াড়ের জন্য।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত প্রথম ওডিআই শতরান করার পরও রুতুরাজ গায়কোয়াড়কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত তিন ম্যাচের ওডিআই সিরিজের দলে রাখা হয়নি।

শনিবার ঘোষিত এই স্কোয়াডে রুতুরাজের নাম না থাকায় ক্রিকেট মহলে সমালোচনা তৈরি হয়। ১১ জানুয়ারি থেকে ভাদোদরায় শুরু হতে যাওয়া এই সিরিজে শুভমান গিল অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করতে গিয়ে অশ্বিন জানান, রুতুরাজের দলে থাকার সম্ভাবনা ছিল। অশ্বিন বলেন, ‘রুতুরাজকে কি স্কোয়াডে রাখা যেত? আমার মনে হয়, সেই সম্ভাবনা ছিল।’

তবে তিনি ব্যাখ্যা করেন, এই সিদ্ধান্ত মূলত রুতুরাজ গায়কোয়াড় ও ঋষভ পন্থের মধ্যে সরাসরি তুলনার ফল। অশ্বিনের কথায়, ‘এই মুহূর্তে রুতুরাজ ও ঋষভ পন্থের মধ্যে সরাসরি একজনকে পছন্দ করে নেওয়ার প্রশ্ন ছিল। সেখানে বাঁহাতি ব্যাটার হওয়ার সুবিধাটা পন্তের পক্ষেই গেছে।’

দলের ভারসাম্য নিয়েও নিজের মত প্রকাশ করেন অশ্বিন। কেএল রাহুল যখন মূল উইকেটকিপারের দায়িত্বে থাকেন, তখন অতিরিক্ত কিপারের প্রয়োজনীয়তা কমে যায় বলে মনে করেন তিনি।

‘দ্বিতীয় উইকেটকিপার ও একজন ব্যাটারের মধ্যে পছন্দের প্রশ্নে, যেকোনও জায়গা থেকে কিপিংয়ের বিকল্প আনা যায়,’ মন্তব্য করেন অশ্বিন। রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং স্কিলের ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন অফ স্পিনার।

তিনি মনে করেন, মিডল অর্ডারে রুতুরাজ অত্যন্ত কার্যকর হতে পারেন। অশ্বিন বলেন, ‘চার বা পাঁচ নম্বরে ওর ব্যাটিং—বিশেষ করে স্পিনের বিরুদ্ধে খেলা, দুই উইকেটের মাঝে দৌড় এবং ইনিংস শেষ করে আসার ক্ষমতা অসাধারণ। তবে আমার প্রধান চিন্তা রুতুরাজের মাইন্ডসেট নিয়ে।’

তবে গায়কোয়াড় নিয়মিত ভাবে দলে কবে সুযোগ পাবেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে অশ্বিন সাফ জানান, ওডিআই ক্রিকেটে রুতুরাজ গায়কোয়াড়ের নিয়মিত সুযোগ পাওয়া সম্ভবত আরও কিছুটা সময়সাপেক্ষ।

তাঁর মন্তব্য, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মা ওডিআই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরই রুতুরাজ সম্ভবত দীর্ঘদিনের জন্য নিয়মিত ভাবে দলে সুযোগ পাবে।’