আজকাল ওয়েবডেস্ক: ক্লাব বিশ্বকাপে এবার সেমিফাইনালে ওঠার লড়াই শুরু হবে। কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ যেমন ১ গোলে জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে গেছে। তেমনি বরুশিয়া ডর্টমুন্ড ২–১ গোলে হারিয়েছে মেক্সিকোর ক্লাব মন্টেরেকে। চলে গেছে শেষ আটে।
শুক্রবার থেকে শুরু হবে শেষ আটের লড়াই। সেদিন মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেজ এবং এশিয়ার আল হিলাল। দুই দলই প্রি–কোয়ার্টারে অঘটন ঘটিয়েছে। আল হিলাল হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটিকে। অন্যদিকে ফ্লুমিনেজ হারিয়েছে ইন্টার মিলানকে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে পালমেইরাস এবং চেলসি। তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা হবে শনিবার রাতে পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মধ্যে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে।
প্রসঙ্গত, ভয়ানক গরমের মধ্যে খেলতে হচ্ছে ক্লাবগুলিকে। যা নিয়ে সব দলই কমবেশি বিরক্ত। ফুটবলারদের খেলতে প্রচন্ড কষ্ট হচ্ছে।
দেখে নিন কোয়ার্টার ফাইনালের সূচি:
ফ্লুমিনেজ বনাম আল হিলাল, শুক্রবার রাত সাড়ে ১২টা
পালমেইরাস বনাম চেলসি, শনিবার সকাল সাড়ে ৬টা
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ, শনিবার রাত সাড়ে ৯টা
রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড, শনিবার রাত দেড়টা
