আজকাল ওয়েবডেস্ক: টুর্নামেন্টের মাঝেই হোম ম্যাচের সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছে পিএসএলের অন্যতম টিম মুলতান সুলতানস। যে কারণে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে মুলতান সুলতানস ফ্র্যাঞ্চাইজি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে। জানা গিয়েছে, চলতি মরশুমে মুলতানের দলটিকে তাদের ঘরের মাঠে একটি ম্যাচ কম খেলতে হবে।

পিসিবির তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১মে মুলতান সুলতানস ও করাচি কিংসের মধ্যে যে ম্যাচটি মুলতান ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, তা অনুষ্ঠিত হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। একইসঙ্গে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং মুলতান সুলতানসের ম্যাচও একদিন পিছিয়ে ১১ মে অনুষ্ঠিত হবে। সোমবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, 'মোট দু'টি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে।

সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এবং দেশজুড়ে সাম্প্রতিক তাপপ্রবাহের বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' জানানো হয়েছে, ১মে দুপুরে মুলতান সুলতানস ও করাচি কিংসের ম্যাচটি মুলতান থেকে সরিয়ে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে।লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে একই দিনে দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় সেখানেই অনুষ্ঠিত হবে লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচ।তাছাড়া, আগামী ১০ মে মুলতানে মুলতান সুলতানস ও কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচটি একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ১১ মে সন্ধ্যায়। জানা গিয়েছে, গোটা ঘটনায় মুলতান সুলতানস কর্তৃপক্ষ বেশ ক্ষুব্ধ। তাদের মতে, কোনও আলোচনার সুযোগ না দিয়েই জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ওপর।