আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অবস্থা তথৈবচ। কোচ গৌতম গম্ভীরের অধীনে গত দেড় বছরে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছে ভারতীয় দল। জয় মাত্র সাতটিতে। দলের শীর্ষ পদে নিযুক্ত হওয়ার পর থেকে পাঁচ দিনের ফরম্যাটে ভারতের বাজে পারফরম্যান্স সত্ত্বেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর কোচ গম্ভীরকে এখনই ছাঁটাই করার কোনও পরিকল্পনা নেই। খোদ বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল এই বিষয়ে সিলমোহর দিয়েছেন।
সম্প্রতি খবর রটে যায় যে, গম্ভীরের জায়গায় ভিভিএস লক্ষ্মণের স্থলাভিষিক্ত হতে চলেছেন। কিন্তু বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সেই খবর খারজি করে দেন। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও গম্ভীরের দল থেকে বাদ পড়ার খবরটি অস্বীকার করেছেন। সর্বভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে সংবাদ মাধ্যমে প্রচারিত জল্পনা সম্পর্কে আমি বিষয়টি একেবারে স্পষ্ট করে দিতে চাই। বিসিসিআই সচিবও (দেবজিৎ সাইকিয়া) এটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভারতের জন্য বর্তমান হেড কোচকে অপসারণ বা নতুন কোনও কোচ নিয়োগের কোনও পরিকল্পনা নেই।”
দিল্লির প্রাক্তন বাঁহাতি ব্যাটার এবং প্রাক্তন ভারতীয় দলের ওপেনার গম্ভীর রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হওয়ার পর ২০২৪ সালের জুলাই মাসে ভারতীয় দলের দায়িত্ব নেন। কিন্তু ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে শুভমন গিলদের টেস্ট পারফরম্যান্স আশাপ্রদ নয়। তাঁর কোচিংয়ে ভারত গত বছর অস্ট্রেলিয়ায় একটি টেস্ট এবং এই বছর ইংল্যান্ডে দু’টি টেস্ট জিতেছে। কিন্তু ঘরের মাঠে দর্শকদের সামনে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে যথাক্রমে ০-৩ এবং ০-২ ব্যবধানে লজ্জাজনক পরাজয়েরও শিকার হয়েছে।
গম্ভীর এখন পর্যন্ত ঘরের মাঠে পাঁচটি হোম টেস্টে হেরেছেন। যা যে কোনও ভারতীয় প্রধান কোচের জন্য সর্বোচ্চ। তিনিই একমাত্র ভারতীয় প্রধান কোচ যিনি ঘরের মাঠে টেস্ট সিরিজে দু’বার হোয়াইটওয়াশ হয়েছেন। গত মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি টেস্টেই পরাজয়ের সম্মুখীন হওয়ায়, পাঁচ দিনের ফরম্যাট থেকে টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদ থেকে গম্ভীরকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু বিসিসিআই এখনই গম্ভীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে না।
টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে গম্ভীরের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। বিসিসিআইয়ের কথা শুনে তিনি ততদিন পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। ভারত এরপর ২০২৬ সালের আগস্টে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট সিরিজ খেলবে এবং তারপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি)ভারতের ষষ্ঠ ও শেষ সিরিজটি ২০২৭ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচটি টেস্ট ম্যাচ থাকবে। ডব্লিউটিসি ২০২৭ ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য ভারতকে বাকি ন’টি ম্যাচের মধ্যে অন্তত সাতটিতে জিততেই হবে।
