আজকাল ওয়েবডেস্ক:‌ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। যেহেতু টুর্নামেন্ট হবে ভারত ও শ্রীলঙ্কায়, তাই দলে স্পিনারের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রাথমিক দলে আছেন প্যাট কামিন্সও। চোটের জন্য অ্যাশেজ সিরিজে খেলতে না পারলেও বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন জস হ্যাজলউডও।


কামিন্স অবশ্য অ্যাশেজে একটিই টেস্ট খেলেছেন। অ্যাডিলেডে। তারপর বক্সিং ডে টেস্টে খেলেননি। খেলবেন না সিডনিতেও। আর হ্যাজলউড তো গোটা অ্যাশেজেই খেলতে পারেননি চোটের জন্য। চলতি মাসের শেষেই কামিন্সের চোটের জায়গায় ফের স্ক্যান হবে। হ্যামস্ট্রিংয়ে চোট থাকলেও টিম ডেভিডকেও প্রাথমিক দলে রাখা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের আশা, বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে যাবেন এই ক্রিকেটাররা। এদিকে, বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি।


মুখ্য নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘‌প্যাট কামিন্স, জস হ্যাজলউড ও টিম ডেভিড সুস্থ হয়ে উঠছে। আমরা আশাবাদী বিশ্বকাপে তিনজনকেই পাওয়া যাবে।’‌ তিনি আরও যোগ করেছেন, ‘‌এটা প্রাথমিক দল। তাই দলে পরিবর্তন হতেই পারে।’‌ ১৫ জনের প্রাথমিক দলে স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা ছাড়াও আছেন বাঁহাতি স্পিনার ম্যাট কুনেম্যান ও কুপার কনোলি। এছাড়া পার্টটাইম স্পিনার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েলও।


প্রসঙ্গত, অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। যেখানে স্পিন সহায়ক উইকেটই হয়ত মিলবে। সবচেয়ে আশ্চর্যের হল উইকেটকিপার হিসেবে দলে আছেন শুধু জস ইংলিস। কোনও ব্যাক আপ কিপার রাখা হয়নি। তাছাড়া স্টার্ক না থাকা সত্ত্বেও কোনও বাঁহাতি পেসারও নেই দলে। 


যা দল তাতে জোরে বোলিংয়ের দায়িত্বে কামিন্স ও হ্যাজলউড আছেন। সঙ্গে নাথান এলিস ও জেভিয়ার বার্টলেট। এছাড়া অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টোইনিস আছেন। বেইলি বলেছেন, ‘‌সম্প্রতি এই দলটা বেশ ভাল খেলছে। ভারত ও শ্রীলঙ্কায় খেলা বলেই দলে বৈচিত্র বাড়ানো হয়েছে।’‌ তবে অলরাউন্ডার মাইকেল ওয়েন প্রাথমিক দলে জায়গা পাননি। 


প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।


টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলটা এরকম:‌ মিচেল মার্শ (‌অধিনায়ক)‌, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথুউ শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।