আজকাল ওয়েবডেস্ক:‌ গোয়ালিয়রে ভারত–বাংলাদেশ টি২০ ম্যাচে ভেস্তে যাবে। রীতিমতো হুমকি দিয়ে বসেছে হিন্দু মহাসভা। তাদের দাবি, বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে, তাতে ম্যাচ করতে দেওয়া যাবে না। ৬ অক্টোবর অর্থাৎ ম্যাচের দিন হিন্দু মহাসভা গোয়ালিয়র বন্‌ধের ডাক দিয়েছে। অন্যান্য ডানপন্থী সংগঠনও তা সমর্থন করেছে। 


বুধবারই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হিন্দু মহাসভা। ম্যাচের দিনও তা করার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে গোয়ালিয়রের জেলাশাসক সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছেন।


বিক্ষোভ প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাঠে ব্যানার, টিফো নিয়ে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। শান্তি বজায় রাখার আবেদন করা হয়েছে। এই নির্দেশিকা জারি থাকবে ৭ অক্টোবর অবধি।


নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির নিদান দেওয়া হয়েছে। মাঠে দাহ্য বস্তু নিয়ে যাতে কেউ না ঢোকে তা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ম্যাচ নিয়ে কোনওরকম আপত্তিজনক মন্তব্য এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ জনের বেশি জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে। গোয়ালিয়র এলাকায় বিভিন্ন বাড়ির অন্তত ২০০ মিটারের মধ্যে দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে। 


প্রসঙ্গত, গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। যে ম্যাচের নিরাপত্তার ও ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকবেন ১৬০০ পুলিশকর্মী।