আজকাল ওয়েবডেস্ক: ইউরোপের ফুটবলের পাঠ চুকিয়ে দিয়েছেন আগেই। এখন সৌদি আরবে ফুল ফোটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে আরও সাফল চান পোর্তুগিজ মহানায়ক।
সৌদি প্রো লিগে এখনও পর্যন্ত রোনাল্ডো ৮৩ ম্যাচে ৭৪টি গোল করেছেন। ২০২৪ সালে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনাল্ডো।
সৌদি প্রো লিগের নিজস্ব চ্যানেলে সিআর সেভেন বলেন, ''আমি খুশি এবং আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। এখানে ফুটবল উপভোগ্য। আমরা দল হিসেবে উন্নতি করছি। ব্যক্তিগত ভাবেও সাফল্য পাচ্ছি।''
সৌদি প্রো লিগে রোনাল্ডো যোগ দেওয়ার পরে বিশ্ব ফুটবলের অনেক তারকাই এই লিগে খেলতে এসেছেন। তাঁদের উপস্থিতিতে লিগের মানও বাড়ছে। সেটাই সিআর সেভেন তুলে ধরেছেন সাম্প্রতিক সাক্ষাৎকারে, ''লিগের মান বাড়ছে এবং লিগটিকে আরও ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে অনেক তারকা খেলোয়াড় আসছে এখানে। আগামী পাঁচ থেকে ১০ বছরে লিগের আরও উন্নতি হবে। আমি সেটাই দেখতে চাই।''
আল নাসেরের জার্সিতে সই করার পরে রোনাল্ডো একটি খেতাব জমিতেছেন এখনও পর্যন্ত। সেটি ২০২৩ সালে। আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ।
রোনাল্ডো বলছেন, ''আমার প্রথম বছরে প্রথম ট্রফি জয় ছিল অসাধারণ। তবে আমি আরও চাই। আল নাসেরকে ট্রফি জেতাতে সাহায্য করব। আমার বিশ্বাস নতুন বছর আল নাসেরের জন্য ভাল হবে।'' চলতি মরশুমে চতুর্থ স্থানে রয়েছে আল নাসের। শীর্ষে আল ইত্তিহাদ। তাদের থেকে ১১ পয়েন্টে পিছিয়ে আল নাসের।
