আজকাল ওয়েবডেস্ক: আল নাসের অধ্যায় শেষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
সৌদি প্রো লিগ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো জানিয়ে দেন, ''দ্য চ্যাপ্টার ইজ ওভার। দ্য স্টোরি? স্টিল বিং রিটেন। গ্রেটফুল টু অল। রোনাল্ডো যা লিখেছেন তা তাঁর দল ছাড়ারই ইঙ্গিত দেয়।
সিআর সেভেন লিখেছেন, ''এই অধ্যায় শেষ। আর গল্পটা? এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।''
এই পোস্টের সঙ্গে রোনাল্ডো আল নাসেরের জার্সি পরা একটি ছবিও দিয়েছেন।
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই গ্রীষ্মেই।
এদিকে জুনের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো থাকবে। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দল এই সময়ের মধ্যে ফুটবলারদের নিতে পারবে।
এর ফলে নতুন দলের জার্সি পরে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে রোনাল্ডোর। সূত্রের খবর, কয়েকটি ক্লাবের সঙ্গে নাকি রোনাল্ডোর কথাবার্তাও চলছে।
This chapter is over.
— Cristiano Ronaldo (@Cristiano)
The story? Still being written.
Grateful to all. pic.twitter.com/Vuvl5siEB3Tweet by @Cristiano
আল নাসেরে থাকাকালীন রোনাল্ডো কোনও বড় ট্রফি জিততে পারেননি। চলতি মরশুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রনটেলির কাছে হেরে যায় সৌদি আরবের ক্লাব। সৌদি প্রো লিগেও তৃতীয় স্থানে ছিল আল নাসের।
তবে রোনাল্ডো ২৪ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। গত বছর রোনালদো বলেছিলেন, তিনি হয়তো আল নাসেরেই কেরিয়ার শেষ করবেন।
তবে পরিস্থিতি এখন যে দিকে মোড় নিচ্ছে তাতে অন্য ক্লাবের হয়ে রোনাল্ডোকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো আগেই ইঙ্গিত দিয়েছেন, ক্লাব বিশ্বকাপে রোনাল্ডো অন্য কোনও দলের হয়ে খেলতেই পারেন।
ইনফ্যান্টিনো বলেছিলেন, ''রোনাল্ডো ক্লাব বিশ্বকাপে কোনও একটি দলের হয়ে খেলতেও পারে। কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। তাই যদি কোনও ক্লাব রোনাল্ডোকে নিতে চায়, নিতেও পারে।''
জুনে ক্লাব বিশ্বকাপের বল গড়াবে। অংশ নিচ্ছে ৩২টি দল।
রোনাল্ডোর ভবিষ্যৎ কী? অনিশ্চয়তায় মোড়ানো তাঁর ভবিষ্যৎ। তবে এটা স্পষ্ট, আল নাসেরে তাঁর গল্প শেষ। নতুন রূপকথা কোথায় শুরু হয়, সেটাই এখন দেখার।
