আজকাল ওয়েবডেস্ক: পাপুয়া নিউ গিনিয়ার জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার কিপলিন ডোরিগা ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সূত্রের খবর, ঘটনাটি ঘটে গত সোমবার জার্সির সেন্ট হেলিয়ারে। স্থানীয় সংবাদমাধ্যম EMTV-এর খবর অনুযায়ী ২৭ আগস্ট বুধবার ডোরিগাকে জার্সির ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ স্বীকার করেন। মামলাটি গুরুতর হিসেবে বিচার করে আদালত বিষয়টি রয়্যাল কোর্টে পাঠায়। ফলে ডোরিগার জামিন মঞ্জুর তো করা হয়ইনি। বরং তাঁকে চলতি বছরের আগামী ২৮ নভেম্বর পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ বছর বয়সি ডোরিগা পাপুয়া নিউ গিনির অন্যতম সিনিয়র ক্রিকেটার। তিনি দেশের হয়ে ২০২১ ও ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।
এখনও পর্যন্ত ৩৯টি ওয়ানডে ও ৪৩টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফরম্যাট মিলিয়ে এক হাজারেরও বেশি রান করেছেন। চলতি চ্যালেঞ্জ লিগে ডেনমার্কের বিরুদ্ধে ৬৮ (৮৪ বলে) ও কুয়েতের বিপক্ষে ১২ (২৯ বলে) রান করেছিলেন, যদিও পাপুয়া নিউ গিনিয়া উভয় ম্যাচেই হেরে যায়। এই ঘটনার পর ক্রিকেট পাপুয়া নিউ গিনিয়া বোর্ড স্পষ্ট করেছে, গোটা ঘটনাটি শুধুমাত্র ডোরিগার ব্যক্তিগত বিষয়। এই ঘটনায় দলের ক্যাম্পেইনে বা গোটা টুর্নামেন্টে কোনও প্রভাব ফেলবে না। বোর্ড জানিয়েছে, তারা টুর্নামেন্টে মনোযোগী এবং দলের মূল্যবোধ রক্ষা করেই এগিয়ে যাবে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে পাপুয়া নিউ গিনিয়া মোট ৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে তারা চারটিতে জিতেছে, চারটিতে হেরেছে এবং একটি ম্যাচ বাতিল হয়েছে।
শেষ পর্যন্ত তাদের সংগ্রহ ৯ পয়েন্ট, তাদের নেট রান রেট ছিল -০.১৩১। ২০২৪ সালের সেপ্টেম্বর–অক্টোবর পর্বে পাপুয়া নিউ গিনিয়া দুর্দান্ত সূচনা করেছিল ডেনমার্ক, কাতার, কুয়েত ও কেনিয়াকে হারিয়ে। তবে ২০২৫ সালে তাদের পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি। ডেনমার্ক, কুয়েত ও আয়োজক জার্সির কাছে হেরে বসে তারা। বিশেষ করে ২৮ আগস্ট জার্সির কাছে ১৬০ রানের বড় হারের মুখোমুখি হয়। কেনিয়ার বিরুদ্ধে একটি ম্যাচ আবার বৃষ্টিতে ভেস্তে যায়। যদিও মাঝে মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে পাপুয়া নিউ গিনিয়া। কিন্তু তাদের খেলায় খুব একটা ধারাবাহিকতা দেখা যায়নি। দলের অধিনায়ক আসাদ ভালা দলের সেরা ব্যাটার হিসেবে আট ইনিংসে ২১৩ রান করেন (গড় ৩৫.৫০), যার মধ্যে একটি দুর্দান্ত অপরাজিত ১২৯ রান উল্লেখযোগ্য। বল হাতে কাবুয়া মোরেয়া অসাধারণ ছিলেন ২৩ উইকেট নিয়েছেন মাত্র ১৬.০৮ গড়ে। যা তাঁকে দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইক বোলারে পরিণত করেছে।
