আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেটের খোল-নলচে বদলাতে এবার আসরে পিসিবি। বোর্ডের চুক্তিতে থাকা ছয়, সাতজন ক্রিকেটারের জন্য সতর্কবার্তা জারি করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। সরাসরি ফিটনেসের উন্নতি করতে বলা হয়। নয়তো কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলার কথা জানানো হয়। সেপ্টেম্বরের শুরুতে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হয়েছিল। টেস্টের জন্য যে ফিটনেস থাকা প্রয়োজন, সেটা অনেকেরই ছিল না। সোমবার লাহোরে আরও একটি ফিটনেস পরীক্ষা হবে পাকিস্তানের ক্রিকেটারদের। পিসিবির এক কর্তা জানান, 'কেন্দ্রীয় এবং ঘরোয়া চুক্তির অধীনে থাকা ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে, ফিটনেসের সঙ্গে কোনও সমঝোতা করা হবে না। ফিটনেস বিশেষজ্ঞরা যে মাপকাঠি তৈরী করবে, সেটা পূরণ করতে হবে। দু'জন বিদেশি হেড কোচ, জেসন গিলেসপি এবং গ্যারি কার্স্টেন পিসিবির চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছেন, কোনও প্লেয়ারকে ফিটনেস সংক্রান্ত কোনও ছাড় দেওয়া হবে না।' 

২০২৪-২৫ মরশুমে কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা প্লেয়ারদের নাম এখনও ঘোষণা করা হয়নি। গতবছর বোর্ডে একাধিক পরিবর্তন হওয়ায়, সেপ্টেম্বরে এই তালিকা ঘোষণা করা হয়েছিল। তবে জানা গিয়েছে, ২৭ জনের তালিকা থেকে এবার কাটছাঁট করা হবে। কারণ এবার পারফরম্যান্সে জোর দেওয়া হচ্ছে। এর আগে যারা ফিটনেস টেস্ট পাশ করতে পারেনি, তাঁদের দু'মাস বাড়তি সময় দেওয়া হয়েছিল। সোমবারের টেস্টের রিপোর্টের ভিত্তিতে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। প্রায়শই পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে। টি-২০ বিশ্বকাপের আগেও বাবরদের ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন ছিল।