আজকাল ওয়েবডেস্ক: মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে চাননি ভারতীয় ক্রিকেটাররা। সেই নকভি এশিয়া কাপ নিয়ে চলে গেলেন। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ''কষ্টার্জিত ট্রফি জিতেও সেটা হাতে পেলাম না। এমন ঘটনা আগে কখনও দেখিনি।''
এশিয়া কাপ ট্রফি ভারতকে না দিয়ে তা নিয়ে চলে যাওয়ায় মহসিন নকভিকে 'চোর' বলে কটাক্ষ করেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় নকভিকে নিয়ে মিম ছড়িয়ে পড়েছে। কোথাও লেখা হয়েছে, ট্রফি চোর রানিং অ্যাওয়ে ট্রফি। আবার কেউ লিখেছেন, ইয়ে ট্রফি চোর নকভি। এত বদনাম আগে কখনও কি হয়েছেন নকভি? তাঁর কি এতে কিছু আসে যায়? তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বিসিসিআই বলে জানা গিয়েছে।
Trophy Chor running away trophy pic.twitter.com/Af56wU0Pjv
— Cricketopia (@CricketopiaCom)Tweet by @CricketopiaCom
ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নকভি চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে হোটেলে রুমে পালিয়ে যান। আর তাঁর এহেন আচরণে প্রচণ্ড চটেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া। তাঁর এই আচরণকে অখেলোয়াড়োচিত বলে উল্লেখ করেন সইকিয়া।
তিনি বলেছেন, ''এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে আমরা অস্বীকার করেছিলাম। কারণ তিনি পাকিস্তানের একজন সিনিয়র মন্ত্রীও। এটাই আমাদের সিদ্ধান্ত ছিল।" ভারতীয় ক্রিকেটাররা সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করেন। সইকিয়ার বিস্ফোরণের কেন্দ্রে নকভি। বোর্ড প্রেসিডেন্ট বলেন, ''মেডেল ও ট্রফি নিয়ে চলে যাওয়ার অধিকার ওকে কে দিয়েছে! অত্যন্ত হতাশাজনক ও অখেলোয়াড়োচিত আচরণ। আশা রাখব ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটারদের ফিরিয়ে দেবে দ্রুত।''
“Chor Chori se Jaye
— mukesh vig (@vigmukesh)
Hera Pheri se na Jaye”.
Ye Trophy Chor Naqvi -
Na Chori se Jaaye
Na Hera Pheri Se
चोर चोरी से जाए हेरा फेरी से न जाए#AsiaCup2025 #INDvPAK pic.twitter.com/KFfgDugekXTweet by @vigmukesh
সইকিয়া আরও জানান, নভেম্বর মাসে আইসিসি কনফারেন্স হবে দুবাইয়ে। সেই সম্মেলনে এসিসি চেয়ারম্যানের আচরণের তীব্র প্রতিবাদ জানাবে বিসিসিআই। সইকিয়া বলেন, ''ওদের সঙ্গে বিরোধ রয়েছে ভারতের। আমরা জানতাম ট্রফি তুলে দেবে সেই দেশেরই প্রতিনিধি। তাঁর কাছ থেকে আমরা ট্রফি নিতে পারি না। কারণ সেই প্রতিনিধির দেশের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। এটাই ছিল আমাদের অবস্থান। কিন্তু তার অর্থ এই নয় যে ভদ্রলোক আমাদের ট্রফি এবং পদক নিয়ে হোটেল রুমে চলে যাওয়ার অধিকার রাখেন। এটা মেনে নেওয়া যায় না। আশা রাখব তিনি পুনর্বিবেচনা করবেন। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'' এশিয়া কাপ শেষ হলেও শেষ হল না বিতর্ক।
আরও পড়ুন: ট্রফি চুরির শেষ দেখে ছাড়বে ভারত, বিসিসিআই কড়া জবাব দেবে নকভিকে
