আজকাল ওয়েবডেস্ক: বিতর্কে হ্যারিস রউফ। ক্রিকেটের বাইরের কারণে। সেই বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে। ভারতের বিরুদ্ধে ম্যাচের মাঝে হাতের ইশারায় ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের দাবি করেছেন রউফ। তবে এক বার নয়, ম্যাচ চলাকালীন দু’বার এই ঘটনা ঘটিয়েছেন তিনি। পাকিস্তানের পেসারকে বয়কটের দাবি উঠেছে।

ভারত–পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতের ইনিংসের সময় বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রউফ। তাঁর পিছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকেরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি।

আরও পড়ুন: ‘জাস্টিস ফর অভিমন্যু’, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা হতেই আগরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সমর্থকরা...

সেই কারণেই হয়তো কোহলির নাম করে রউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকেরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রউফ এমন ভাবে হাতের ইশারা করেন, যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি। ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসনকে আউট করে উল্লাস করার সময় আবার একই ইশারা করেন রউফ। 

naqvi tweet

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশেষ উদযাপনের একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে রোনাল্ডোর উদযাপন দেখে মনে হচ্ছে তিনি বিমান ভেঙে পড়ার ইঙ্গিত করছেন। সেই ভিডিওই নকভি পোস্ট করেছেন। তবে কি তিনিই রউফের রাস্তাতেই হাঁটলেন? পদমর্যাদায় নকভি পিসিবি-র চেয়ারম্যান। তাঁর কাছ থেকে এমন শিশুসুলভ আচরণ কি মেনে নেওয়া যায়? 

এদিকে ভারত-পাক ম্যাচ চলাকালীন ভারতের সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে ‘৬–০’ দেখান রউফ। ম্যাচের আগে অনুশীলনেও তিনি ৬–০ বলে চিৎকার করেছিলেন। রউফ মুখে কিছু না বললেও তাঁর ইশারা থেকে মনে হচ্ছে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বোঝাতে চেয়েছেন তিনি। ‘অপারেশন সিঁদুর’–এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তাঁরা। সেই দাবি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারা জানায়, ভারতের একটি যুদ্ধবিমানও পাকিস্তান ভাঙতে পারেনি। হাতের ইশারায় বিমান ভাঙা বা ছয় সংখ্যা দেখিয়ে পাকিস্তানের সেই দাবিকেই আরও এক বার খুঁচিয়ে তোলেন রউফ। রোনাল্ডোর বিশেষ ইঙ্গিতের ভিডিও পোস্ট করে নকভি বিতর্ক বহুগুণে বাড়িয়ে দিলেন। 

আরও পড়ুন: বাংলার ক্রিকেটারকে দরকার নেই, সাফ জানিয়ে দিলেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান আগরকর