আজকাল ওয়েবডেস্ক: সাদা বলের ফরম্যাটে পাকিস্তানের কোচ হলেন জেসন জিলেসপি। অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরে তাঁর হাতেই থাকবে দলের রিমোট কন্ট্রোল। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যতদিন না নতুন কোচ নিয়োগ করা হচ্ছে সাদা বলের ফরম্যাটে, ততদিন প্রাক্তন অজি তারকাকেই দায়িত্ব সামলাতে দেখা যাবে।

ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়ে পাকিস্তান ক্রিকেট ফের অন্ধকার থেকে আলোর পথে। সাদা বলের ফরম্যাটে নতুন অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই খবর, দক্ষিণ আফ্রিকান প্রাক্তন ওপেনার গ্যারি কার্স্টেন আচম্বিতেই পাকিস্তানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের কোচ ছিলেন কার্স্টেন। অস্ট্রেলিয়া সিরিজের আগেই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির সরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। কার্স্টেন সরে যাওয়ার পরই জিলেসপিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানাল পিসিবি। 

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের  ওয়ানডে সিরিজ শুরু হতে সময় আর বিশেষ নেই। ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তানের অস্ট্রেলিয়া সিরিজ। 

পাকিস্তানের লাল বলের কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জেসন জিলেসপি। তিনিই এখন সাদা বলের ফরম্যাটে দলকে কোচিং করাবেন।  সূত্রের খবর,  দুই প্রাক্তন তারকার সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হতে শুরু করে।  কারণ দল নির্বাচনে কোচেদের ভূমিকা খর্ব করা হয়েছিল। 
কার্স্টেন সরে গেলেও জিলেসপি সরে দাঁড়াননি। তাঁকে দেওয়া হল অতিরিক্ত দায়িত্ব।