আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তি পেলেন পল পোগবা। মাদক নেওয়ার জন্য চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তাঁর ফুটবল কেরিয়ার নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। অবশেষে নিষেধাজ্ঞার সময় কমল পোগবার। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন তারকা ফুটবলার। তার প্রেক্ষিতেই ৪ বছর থেকে নিষেধাজ্ঞা কমে আসে ১৮ মাসে।
নতুন বছরের জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন পোগবা। ১১ মার্চ থেকে মাঠে নামতে পারবেন তিনি।
গত বছরের ২০ আগস্ট সিরি আ-তে জুভেন্তাস–উদিনেস ম্যাচের পরই পোগবাকে নিয়ে শুরু হয়েছিল চর্চা। কলঙ্কিত হয়েছিলেন তিনি। রিপোর্টে বেরিয়ে আসে, তাঁর শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
সেপ্টেম্বরে পোগবাকে সাময়িক ভাবে নিষিদ্ধ করে ইতালির ন্যাশনাল অ্যান্টি ডোপিং ট্রাইবুনাল। ৬ অক্টোবরও তাঁর স্যাম্পলে একই ফল আসে। তাঁর উপরে নেমে আসে চার বছরের শাস্তির খাঁড়া। পোগবা বলেছেন, ''এটা আমার জীবনের অত্যন্ত কঠিন সময় ছিল।'' পোগবা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন।
