আজকাল ওয়েবডেস্ক: পারথে গোহারা হারতে হয়েছে ভারতের কাছে। এবার দ্বিতীয় টেস্টের আগে স্বাভাবিক ভাবেই চাপে রয়েছে অস্ট্রেলিয়া। পরিসংখ্যান বলছে, গোলাপি বলে ঘরের মাঠে সাতটি ডে-নাইট টেস্টে এখনও অপরাজিত কামিন্সের দল। মোট ১২টি ডে-নাইট টেস্টে ১১টি টেস্টে জিতেছে অস্ট্রেলিয়া। তবে এবার পরিস্থিতি অন্যরকম। ভারতের বোলিংয়ের কাছে প্রথম টেস্টে কার্যত দিশেহারা দেখিয়েছে অজি ব্যাটারদের। দ্বিতীয় টেস্টের আগে গোলাপি বল এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন অজি অধিনায়ক কামিন্স এবং দুই ব্যাটার স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেড।
স্মিথের বক্তব্য, ‘গোলাপি বল লাল বলের তুলনায় বেশি সুইং করে। ফলে ব্যাট করার ক্ষেত্রে এটি চ্যালেঞ্জিং’। পুরোপুরি মনোযোগী থাকা খুব জরুরি। গোলাপি বল কিছু সময়ে অপ্রত্যাশিত হয়ে ওঠে। তাই একাগ্রতা ধরে রাখা গুরুত্বপূর্ণ’। অন্যদিকে, ট্রাভিস হেড ডে-নাইট টেস্ট নিয়ে আশাবাদী। গোলাপি বলের টেস্টে অতীতে ভাল পারফর্ম করেছেন তিনি। আট টেস্টে দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। তিনি জানান, ‘ডে-নাইট টেস্ট সবসময়ই উত্তেজনাপূর্ণ। দর্শকদের জন্যও অসাধারণ পরিবেশ থাকে। গোলাপি বল সবসময় কিছু না কিছু করে। আর উইকেটও যথেষ্ট সাহায্য করে’।
অস্ট্রেলিয়া অধিনায়ক বোলারের দৃষ্টিভঙ্গি থেকে জানান, ‘ব্যাট করার জন্য এটা কঠিন উইকেট হতে পারে। ড্রপ-ইন উইকেটের কারণে ভিন্ন উপায়ে রান করতে হবে। তবে আমি এখানে অনেক ব্যাট করেছি। গত কয়েক বছরে এখানে ভাল রান করেছি। অ্যাডিলেডে থাকা আমার কাছে সবসময় আনন্দের। নিজের বিছানায় ঘুমোনো, বন্ধু এবং পরিবারের কাছাকাছি থাকা, পুরো পরিবেশটাই খুব আরামদায়ক’।
