আজকাল ওয়েবডেস্ক: ডাকাতির অভিযোগ। তাও আবার ক্রিকেটারের বিরুদ্ধে।
আইসিসি’র প্রতিযোগিতা চলাকালীন এক ক্রিকেটারের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ উঠল। আর যার জেরে গ্রেপ্তার হতে হল তাঁকে। অভিযোগ উঠেছে পাপুয়া নিউ গিনির জাতীয় দলের উইকেটরক্ষক–ব্যাটার কিপলিন ডোরিগার বিরুদ্ধে। ঘটনাটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগের।
জানা গেছে, পাপুয়া নিউ গিনির ম্যাচ ছিল জার্সির বিরুদ্ধে। খেলার আগে ডোরিগার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ উঠেছে। সোমবার জার্সির সেন্ট হেলিয়ারে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মর্লি–কার্ক মামলাটি নিম্ন আদালতে তোলেন। বুধবার (২৭ আগস্ট) ডোরিগার জার্সির কোর্টে তোলা হয়। জিজ্ঞাসাবাদের পর অভিযোগ স্বীকারও করেন ডোরিগা। প্রথমে মামলাটি রয়্যাল কোর্টে পাঠানো হয়েছিল। ফলে জামিন মঞ্জুর হয়নি ওই ক্রিকেটারের। ২৮ নভেম্বর পর্যন্ত ডোরিগাকে হেফাজতে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ২৯ বছর বয়সি এই ক্রিকেটার ২০২১ এবং ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন।
এদিকে, এই ঘটনার পর পাপুয়া নিউ গিনির ক্রিকেট বোর্ড জানিয়েছে, ঘটনার সঙ্গে তাদের কোনওরকম সম্পর্ক নেই। এর জন্য ডোরিগা নিজে দায়ী। কোনওভাবেই এই ঘটনার প্রভাব জাতীয় দলের খেলায় পড়বে না। বোর্ড স্পষ্ট করে দিয়েছে, এটা একেবারেই মাঠের বাইরের ঘটনা। যা নিয়ে দলের ক্রিকেটাররা একেবারেই ভাবতে রাজি নন।
৩৯টি ওয়ানডে এবং ৪৩টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজারেরও বেশি রান রয়েছে তাঁর। চলতি চ্যালেঞ্জ লিগে ডেনমার্কের বিরুদ্ধে ৮৪ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলেছিলেন। তবে, কুয়েতের বিরুদ্ধে ১২–র বেশি করতে পারেননি। তবে, দু’টি ম্যাচেই হেরে গিয়েছিল তাঁর দল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৪ টি ম্যাচ জিতেছে পাপুয়া নিউ গিনি।
এদিকে, ভারতে দিল্লি প্রিমিয়ার লিগে ফের বিতর্কে জড়ালেন দিগ্বেশ রাঠি। এবার দিল্লি প্রিমিয়ার লিগে ঝামেলায় জড়ালেন নীতীশ রানার সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসতে হল দু’দলের ক্রিকেটার এবং আম্পায়ারদের। দিল্লি প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট দিল্লি লায়ন্স এবং সাউথ দিল্লি সুপারস্টার্জ। চড়া মেজাজের ম্যাচে একাধিক বার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ম্যাচে নীতীশের মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেন সাউথ দিল্লির স্পিনার দিগ্বেশ। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে দিগ্বেশ রান আপ সম্পূর্ণ করেও হাত থেকে বল ছাড়েননি। ব্যাটার নীতীশ কিছু বলেননি। শ্যাডো সুইপ শট খেলেন। দিগ্বেশ পরের বল করতে এলে শেষ মুহূর্তে উইকেট থেকে সরে যান নীতীশ। এ বারও দিগ্বেশ হাত থেকে বল ছাড়েননি। এর পর সাউথ দিল্লির স্পিনারের উদ্দেশে কিছু বলেন নীতীশ। এর পরের বলে দিগ্বেশকে রিভার্স সুইপ করে ছয় মারেন নীতীশ। এর পরই দুই ক্রিকেটারের বাগ্যুদ্ধ শুরু হয়। দু’জনকেই পরস্পরের উদ্দেশে কিছু বলতে দেখা যায়। আক্রমণাত্মক ভাবে দু’জনে পরস্পরের দিকে তেড়ে যান। পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে আন্দাজ করে ছুটে আসেন দু’দলের ক্রিকেটার এবং আম্পায়াররা। দু’জনকে দু’দিকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন তাঁরা। তাঁদের ঝামেলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার জন্য দুই ক্রিকেটারকেই জরিমানা করা হয়েছে।
