আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ায় পর কান পাতলেই চতুর্দিকে ভারতীয় দলের সমালোচনা শোনা যাচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে ফ্যান, বাদ যাচ্ছে না কেউই। এমনকী এমন ক্রিকেটাররা ভারতীয় দল নিয়ে আলটপকা মন্তব্য করছে, যাঁদের নিজেদের ক্রিকেটজীবনে তেমন উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। বসিত আলির পর রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিশানা বানালেন আহমেদ শেহজাদ। নিজের ইউ টিউব চ্যানেলে নিউজিল্যান্ডের প্রশংসা করেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। একইসঙ্গে ভারতীয় দলকে 'কাগুজে বাঘ'এর আখ্যা দেন। শেহজাদ বলেন, 'নিউজিল্যান্ড ভারতে এসে ভারতীয় দলকে গুঁড়িয়ে দিয়েছে। যেন এটা তাঁদের অধিকার ছিল। বাচ্চাদের মতো হারিয়ে চলে গেল। যেন ভারতীয় দলের সঙ্গে মজা করল। লোকে বলতে শুরু করেছে, কাগুজে বাঘরা ঘরের মাঠেই মুখ থুবড়ে পড়েছে।'
বসিত আলি জানিয়েছিলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের প্রাক্তন তারকার সঙ্গে অনেকটাই একমত শেহজাদ। তাঁর দাবি, ঘরের মাঠে অতিরিক্ত আত্মতুষ্টিতে ভুগছিল ভারতীয় দল। কিন্তু শেষপর্যন্ত রোহিত শর্মা এবং তাঁর দল স্কুলের ছাত্রদের মতো খেলেছে। শেহজাদ বলেন, 'ভারত প্রথম টেস্টে ৪৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর রোহিত বলেছিলেন, দিনটা সবারই খারাপ গিয়েছে। আমরা সেটা মেনে নিচ্ছি। কিন্তু দ্বিতীয় টেস্টেও যেভাবে খেলেছে ভারতীয় দল, দেখে মনে হয়েছে আত্মতুষ্টি ছিল। দুটো টেস্টেই লড়াকু স্পিরিটের অভাব ছিল। এই দুটো টেস্ট দেখে মনে হয়েছে স্কুলের ছাত্ররা খেলছে।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তা খোলা রাখতে মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে শেষ টেস্ট জিততেই হবে রোহিতদের।
