আজকাল ওয়েবডেস্ক: নেশনস লিগে ইতালি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ইজরায়েলকে। সেই ম্যাচেই অভিষেক ঘটল দানিয়েল মালদিনির।
দানিয়েল মালদিনির বাবা পাওলো মালদিনি। দানিয়েলের ঠাকুরদা সিজার মালদিনি। ১৯৬০ সালে 'আজুরি'দের হয়ে অভিষেক ঘটেছিল সিজারের। ১৯৮৮ সালে পাওলো মালদিনির অভিষেক ঘটে জাতীয় দলের হয়ে। এই ২০২৪ সালে দানিয়েল মালদিনির আত্মপ্রকাশ ঘটল ইতালির হয়ে।
ছেলের প্রথম ম্যাচ গ্যালারিতে বসে দেখেন পাওলো মালদিনি।
নেশনস লিগে ইজরায়েলের বিরুদ্ধে ম্যাচে দানিয়েল নামেন পরিবর্ত হিসেবে। ৭৪ মিনিটে মাঠে নামেন তরুণ ফুটবলার। ইতালির চার গোলের মধ্যে জোড়া গোল করেন জিওভানি ডি লরেনজো। একটি করে গোল করেন রেতেগুই এবং ফ্রাত্তেসি।
পাওলো মালদিনি ইতালির জার্সিতে ১৯৮৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেছেন। ১২৬টি ম্যাচ খেলেন তিনি। সিজার মালদিনির কেরিয়ার অবশ্য তাঁর ছেলে পাওলোর মতো দীর্ঘ নয়। নীল জার্সিতে ১৪টি ম্যাচ খেলেছেন সিজার। দানিয়েল সবে শুরু করলেন। আরও দীর্ঘ পথচলা বাকি তাঁর। খেলার শেষে দানিয়েল বলেন, ''বাড়ি ফিরে বাবার সঙ্গে ম্যাচ নিয়ে কথা বলব।''
