আজকাল ওয়েবডেস্ক: সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলকে সোমবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁর পরিবারের সঙ্গে। ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ের দিন পিছিয়ে যাওয়ার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাঁকে।
বিয়ের অনুষ্ঠান স্থগিত হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরবর্তীকালে তাঁকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর এটাই তাঁর প্রথম জনসমক্ষে উপস্থিতি।
পরিবারের সদস্য ও নিরাপত্তাকর্মীদের ঘেরাটোপে থাকলেও ফটো জার্নালিস্টদের এড়িয়ে যাননি পলাশ। হঠাৎ করে বিয়ে স্থগিত হওয়া নিয়ে জোর জল্পনার মধ্যেই তাঁর এই উপস্থিতি নতুন করে চর্চা শুরু করেছে নেটমাধ্যেমে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে সেজে হাতে একটি বই নিয়ে বিমানবন্দর থেকে বের হচ্ছেন পলাশ। পাশে রয়েছেন তাঁর মা-সহ পরিবারের আরও সদস্য।
ক্যামেরার ফ্ল্যাশ চলতে থাকলেও তিনি শান্ত ছিলেন এবং মুখে কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে কেবল মাথা নেড়ে অভিবাদন জানান। গোটা সময়টাই তিনি ছিলেন চুপচাপ।
মুখে আলাদা করে কোনও এক্সপ্রেশনও দেখা যায়নি পলাশের। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সাংলিতে পলাশ মুচ্ছল এবং স্মৃতি মান্ধানার বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু অনুষ্ঠানের মধ্যেই স্মৃতির বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বিয়ে পুরোপুরি স্থগিত রাখা হয়।
এরপরই খবর ছড়ায়, পলাশ মুচ্ছলও মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্মৃতি এবং পলাশের বিয়ে স্থগিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক জল্পনা ছড়িয়েছে।
বিয়ে স্থগিত হওয়ার পর স্মৃতি মান্ধানা তাঁর সোশ্যাল মিডিয়া থেকে বিয়েসংক্রান্ত সব পোস্ট, এমনকী এনগেজমেন্ট ভিডিও থেকে শুরু করে প্রি-ওয়েডিং ছবিও মুছে ফেলেছেন।
এমনকী, টিম ইন্ডিয়ায় স্মৃতির সতীর্থরাও যে সমস্ত ছবি পোস্ট করেছিলেন সেগুলিও মুছে ফেলেন। তবে গোটা ঘটনাপ্রবাহ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পলাশ বা স্মৃতি কেউই।
