আজকাল ওয়েবডেস্ক: গত ২৩ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের। কিন্তু আচমকাই খবর আসে, স্মৃতি মান্ধানার বাবা হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সে কারণে সাময়িক ভাবে স্থগিত রাখা হয় বিয়ের অনুষ্ঠান। এর মধ্যে আবার পলাশেরও শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকেও পরবর্তীকালে হাসপাতালে ভর্তি করা হয়। স্মৃতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিয়ে সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেলেছেন।
শুধু তিনি একাই নন, তাঁর সতীর্থ জেমিমা রদ্রিগেজ এবং শ্রেয়াঙ্কা পাটিলও নিজেদের ওয়াল থেকে বিয়ের পোস্ট ডিলিট করে দেন। তবে এরই মধ্যে ঘটনায় উঠে এসেছে আরও একটি নতুন মোড়।
এর পরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়াতে শুরু করে। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, বিয়ের আগে পলাশ এক তরুণীর সঙ্গে ‘দুষ্টু-মিষ্টি’ কথোপকথনে জড়িত ছিলেন। সেই চ্যাটের একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা যাচ্ছে, ওই তরুণী স্মৃতি, পলাশের বিয়েতে কোরিওগ্রাফার ছিলেন। তিনিই বিয়ের নাচের প্রশিক্ষণ দিচ্ছিলেন দু’জনকে। যে চ্যাট ফাঁস হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ওই তরুণীকে পলাশ লিখেছেন ‘চলো একদিন আমরা সাঁতার কাটতে যাই’।
পাশাপাশি, তিনি স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকা নিয়ে আলোচনা করেছেন ওই তরুণীর সঙ্গে। বলেছেন, ‘লং ডিসট্যান্স রিলেশনশিপে থাকাটা কষ্টকর। তিন থেকে চার মাস অন্তর আমাদের দেখা হয়’।
এই চ্যাট ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য করছেন বিভিন্নরকম। তবে এই চ্যাট কবেকার, আদৌ এটা সত্য কিনা সেই বিষয়ে কোনও সরকারি নিশ্চয়তা দেওয়া হয়নি। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় ভাসমান জল্পনা।
দুই তারকার বিয়ের আগে এদিকে পলাশ মুচ্ছলের বোন, গায়িকা পালক মুচ্ছল সোশ্যাল মিডিয়ায় জানান, ‘বিয়ে স্থগিত হওয়ার একমাত্র কারণ স্মৃতির বাবার অসুস্থতা। তিনি অনুরোধও করেন, এই গুরুত্বপূর্ণ সময়ে মানুষ যেন তাদের ব্যক্তিগত জীবন ও গোপনীয়তাকে সম্মান করেন’।
