আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান সুপার লিগে বাড়ল দল। আরও দুটি নতুন দলের অন্তর্ভুক্তি হয়েছে। ফলে পিএসএলে দলের সংখ্যা ছয় থেকে বেড়ে হল আট। নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে দু’টি নতুন ফ্র্যাঞ্চাইজি। 
একটি রিয়েল এস্টেট সংস্থা শিয়ালকোট ফ্রাঞ্চাইজিকে কিনেছে। অন্যদিকে আমেরিকার এফকেএস গ্রুপ হায়দরাবাদ দল কিনেছে। দু’টি দল মিলিয়ে মোট খরচ পড়েছে ভারতীয় মুদ্রায় ১১৪ কোটি টাকা। অর্থাৎ এক–একটি দল কিনতে খরচ পড়েছে মোটামুটি ৫৬–৫৭ কোটি টাকা।


আর এই দাম দেখে নেটিজেনরা বলছেন, ‘‌পিএসএলে এত কম দামে দল পাওয়া যায়।’‌ প্রসঙ্গত, আইপিএলে গতবারের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে পাঞ্জাব কিংস কিনেছিল ২৬.৭৫ কোটি টাকা। আর লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটি টাকা দিয়ে কিনেছিল ঋষভ পন্থকে। অর্থাৎ দু’জনের মিলিত বেতন প্রায় ৫৪ কোটি টাকা। যা পিএসএলে একটি নতুন দলের মূল্যের কাছাকাছি। তাছাড়া আইপিএলের মিনি নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ৯ জন ক্রিকেটারের মোট দামের থেকেও কম দাম বিক্রি হয়েছে পিএসএলের দু’টি ফ্রাঞ্চাইজি।


আইপিএলের সঙ্গে পিএসএলের যে পার্থক্য কোনওদিনই ঘুচবে না তা আরও একটা বিষয়ে পরিস্কার। ২০২১ সালে আইপিএলে দু’টি নতুন দল যুক্ত হয়েছিল। যার একটির দাম উঠেছিল ৫৬২৫ কোটি টাকা। অন্যটির দাম উঠেছিল ৭০৯০ কোটি টাকা। যা পিএসএলের এক–একটি দলের থেকে ১০০ থেকে ১২৫ গুণ দাম। এবছরের ২৬ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তান সুপার লিগ। 


এদিকে, পিএসএলে নতুন দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন মুলতান দলের প্রাক্তন কর্ণধার আলি খান তারিন। কিন্তু নিলাম শুরুর এক ঘণ্টা আগে তিনি অংশ না নেওয়ার কথা জানান। লেখেন, ‘সব কিছু ভেবে আমি এবং আমার পরিবার পিএলএসের ফ্র্যাঞ্চাইজি নিলামে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মুলতান সুলতানের সঙ্গে যুক্ত ছিলাম। ওটা আমাদের কাছে শুধু একটা ক্রিকেট দল ছিল না। দক্ষিণ পাঞ্জাবের আবেগও জড়িয়ে ছিল। দীর্ঘ দিন ধরে উপেক্ষিত একটি অঞ্চলকে তুলে ধরতে চেয়েছিলাম আমরা। যা কিছু আমরা করেছিলাম, তার মূলে ছিল এই একটাই ভাবনা। আবার পিএসএলে ফিরলে মুলতানের হয়েই ফিরব।’‌ তিনি আরও লেখেন, ‘আগামী পিএসএলে আমি গ্যালারিতে থাকব। ক্রিকেটারদের উৎসাহ দেব।  ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আনন্দ করব। যখন মুলতানের দল বিক্রি হবে, তখন আমরা আবার মাঠে নামব। নিলামে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা।’‌