আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড পাক ক্রিকেটে! সিনিয়র দল একশো তুলতে ল্যাজেগোবরে। এদিকে পাকিস্তান এ দলের ব্যাটারা মাঠের ভিতরেই একে অপরের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন। ব্যাট ছুড়ে মারছেন। পাকিস্তান ক্রিকেট পুরোদস্তুর সার্কাস।
বাংলাদেশ এ দলের বিরুদ্ধে ১১ ওভারের শেষে পাকিস্তানের রান ছিল বিনা উইকেটে ১১০। দুই ওপেনার দ্রুততার সঙ্গে রান তুলছিলেন। ১২ ওভারের প্রথম বলে মহম্মদ নাফায় ও ইয়াসের খানের মধ্যে মারাত্মক ভুল বোঝাবুঝি হয়। বাংলাদেশের বোলারকে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন নাফায়। কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক হয়নি। নন স্ট্রাইক এন্ড থেকে রানের জন্য দৌড়তে শুরু করেন ইয়াসির খান। কিন্তু অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন নাফায়। একসময়ে তো দুই ব্যাটার একই প্রান্তে চলে গিয়েছিলেন।
আরও পড়ুন: 'ক্রিকেট ছেড়ে ওরা এবার বিজ্ঞাপন করুক', বাবর-রিজওয়ানকে নতুন দায়িত্ব দিতে বললেন প্রাক্তন তারকা
নাফায় রান নিতে অনিচ্ছুক দেখে ইয়াসির ফিরে আসেন নন স্ট্রাইক এন্ডে। কিন্তু ততক্ষণে দেরি করে ফেলেন তিনি। বাংলাদেশ এ দলের উইকেট কিপার বল ছুড়ে দেন বোলারের হাতে। তিনি উইকেট ভেঙে দেন। প্রবল রেগে যান ইয়াসির। তিনি ব্যাট ছুড়ে ফেলে দেন মাঠে। তাঁর সতীর্থকে গাল মন্দ করতে শুরু করে দেন। তার পরে ধীর পায়ে হেঁটে ফিরে যান প্যাভিলিয়নে। এদিকে সিনিয়র দলের হতশ্রী পারফরম্যান্সের জন্য প্রাক্তন পাক তারকারা তীব্র সমালোচনা করছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের।
Maybe the two Pakistani openers will talk through their mix up nice and calmly...
— 7Cricket (@7Cricket)
Or maybe Yasir and Nafay have a different way of communicating ????#TopEndT20 | Live on 7plus pic.twitter.com/40kLUR2PBATweet by @7Cricket
ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৪ বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। শেষ ম্যাচেও চলেনি বাবর ও রিজওয়ানের ব্যাট। বাবর ফেরেন ৯ রান করে। রিজওয়ান খাতাই খোলেননি। ৯২ রানে ভেঙে পড়ে পাকিস্তান। ২০২ রানে ম্যাচ জেতে ক্যারিবিয়ানরা।
ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ''কেরিয়ারের শুরুতে যা পারফর্ম করেছে, এখন সেই সব বেচেই খাচ্ছে ওরা। এখন ওদের দিয়ে স্রেফ বিজ্ঞাপন করানো হোক।''বাবর আজমকে নিয়ে একসময়ে পাকিস্তান স্বপ্ন দেখত। পাক মুলুকে সবাই মনে করতেন ভারতের বিরাট কোহলি রয়েছে। পাকিস্তানের আছেন বাবর আজম। সেই বাবর আজম এখন অনেক অনেক দূরে সরে গিয়েছেন। বাসিত বলছেন, ''ওরা কোচদের কথা শোনেই না। ওরা শোনার ভান করে। ইনজামাম, ইউসুফ বা ইউনিস খানের মতো কাউকে দরকার বাবর-রিজওয়ানদের।''
বাসিত মনে করেন বাবর আজম ইগো সর্বস্ব। এই অহং বোধের জন্যই তাঁর পতন। এর আগে শোয়েব আখতার ব্যর্থতার জন্য দুষেছিলেন পাকিস্তানকে। তিনি বলেছিলেন, ''কামিন্সরা আমাদের খেলোয়াড়দের উলঙ্গ করে দিত।'' ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একশো রানও করতে না পারা পাকিস্তানের শক্তি-সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিলেন শোয়েব আখতার। টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
আরও পড়ুন: কাদের পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন সামি? মারাত্মক অভিযোগ প্রাক্তন স্ত্রীর
