আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিল ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। রাজনৈতিক মতানৈক্য ভুলে এই হামলার তীব্র নিন্দায় ভারতের বিভিন্ন রাজনৈতিক দলও। কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের তরফে। দেশের প্রধানমন্ত্রীর এই ‘চুপ’ থাকা নিয়েই তাঁর কড়া সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া।

পাকিস্তানের প্রাক্তন লেগ-স্পিনার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সেখানে লেখেন, ‘যদি পাকিস্তান সত্যিই পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় জড়িত না থাকে, তাহলে প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত এই ঘটনাটির নিন্দা করছেন না কেন? কেন আপনারা হঠাৎ করেই হাই অ্যালার্টে চলে গেলেন? কারণ আপনারা জানেন, আপনারাই এই সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে পুষে রাখছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত’।

পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেশের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করে এই ঘটনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। অন্যদিকে, দানিশ কানেরিয়ার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তিনি পাকিস্তান সরকারের ওপর সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলে সরাসরি আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। তারপরেও পাকিস্তান সরকার এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। ঘটনার তদন্ত চলছে এবং ভারত সরকার ইতিমধ্যেই এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে।