আজকাল ওয়েবডেস্ক: বিগ ব্যাশ লিগের দল ব্রিসবেন হিটও ভুগবে তাঁর অভাব। আবার পাকিস্তানও আশঙ্কায়। কারণ সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাক বোলিংয়ের তিনিই সেরা বাজি। সেই শাহিন আফ্রিদিকে যদি বিশ্বকাপে না পাওয়া যায় তাহলে তো পাকিস্তানের কাছে তা ধাক্কারই বিষয়।
হাঁটুর চোটের জন্য বিগ ব্যাশ লিগ থেকে শেষমেশ ছিটকেই গিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ২৭ ডিসেম্বর ব্রিসবেন হিট বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যাচের ১৪-তম ওভারের ঘটনা। জ্যাভিয়ার বার্টলেট ইয়র্কার করতে গিয়েছিলেন। কিন্তু ইয়র্কার ঠিকঠাক হয়নি। জ্যামি ওভারটন মিড অন অঞ্চলে জোরালো শট মারেন। সেই বল ধরার চেষ্টা করেন আফ্রিদি। খোঁড়াতে থাকেন তিনি। বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি পাকিস্তানের তারকা বোলার। ডান হাঁটুতে যন্ত্রণা অনুভব করছেন সেই দিকে তিনি ঈঙ্গিত করেন। শেষমেশ তিনি মাঠ ছেড়ে উঠে যান।
সেদিন চোটের জন্য মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। আর এদিন জানা গেল বিগ ব্যাশ লিগ থেকেই ছিটকেই গেলেন বাঁ হাতি পেসার।
ব্রিসবেন হিটের তরফ থেকে জানানো হয়,''পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল স্টাফের সঙ্গে প্রায় ২৪ ঘণ্টা ধরে আলোচনার পরে এটাই স্থির করা হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শাহিন আফ্রিদি বিগ ব্যাশ লিগ না খেলে দেশে ফিরে যাচ্ছে চিকিৎসার জন্য।''
স্পেনসার জনসন, ক্যালাম ভিডলারের পরে চোটের জন্য ছিটকে গেলেন আফ্রিদি। এই নিয়ে ব্রিসবেনের তৃতীয় পেসার চোটের কবলে পড়লেন।
বিশ্বকাপের আর দেড় মাসও বাকি নেই। এই অবস্থায় শাহিন শাহ আফ্রিদির হাঁটুর চোট কিন্তু চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের ক্যাম্পে।
