আজকাল ওয়েবডেস্ক: টালবাহানা মিটল। ভিসা পেলেন পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা সাকিব মাহমুদ। কলকাতাগামী বিমানে চাপতে পারবেন ইংল্যান্ডের পেসার। বৃহস্পতিবার সকালে মাহমুদকে জানানো হয়, তাঁর ভিসা মঞ্জুর হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বাকি দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। জানানো হয়, বৃহস্পতিবারের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন। যার ফলে বাকি সতীর্থদের সঙ্গে একই বিমানে আসতে পারবেন মাহমুদ। শুক্রবার ভারতে পৌঁছনোর কথা ইংল্যান্ড দলের। সোমবার জানা গিয়েছিল, এখনও ইংল্যান্ডেই আছেন সাকিব। আরব আমিরশাহিতে ফাস্ট বোলারদের একটি শিবিরে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেখানে জোফ্রা আর্চার, গাস আটকিনসন, ব্রাইডন কার্স এবং মার্ক উডের থাকার কথা ছিল। যোগ দিতেন ফাস্ট বোলিং মেন্টর জেমস অ্যান্ডারসনও। কিন্তু তাঁর পাসপোর্ট ভারতীয় দূতাবাসে থাকায় সেই শিবির বাতিল করতে হয়।
পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটারের ভারতীয় ভিসা পেতে দেরী হওয়ার ঘটনা প্রথম নয়। আগের বছর একই সমস্যায় পড়েন শোয়েব বশির। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেরদিন লন্ডনে ফেরত যেতে হয় ইংল্যান্ডের অফস্পিনারকে। যার ফলে হায়দরাবাদে প্রথম টেস্টে খেলতে পারেননি। লেগ স্পিনার রেহান আহমেদও সমস্যায় পড়েন। সিঙ্গল এন্ট্রি ভিসা থাকায় রাজকোটে তাঁকে আটকানো হয়। ছয় বছর আগেও ভিসা সমস্যায় পড়েছিলেন মাহমুদ। একই কারণে গতবছর ভারতে প্রি-সিজন ক্যাম্পে যোগ দিতে পারেননি। প্রসঙ্গত, গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সেরা হন মাহমুদ। তিনটে টি-২০ ম্যাচে ৯ উইকেট নেন। ইংল্যান্ডের বোলার হিসেবে পাওয়ার প্লেতে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েন। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজেও উল্লেখযোগ্য ভূমিকা নেবেন ইংল্যান্ডের জোরে বোলার।
