আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে পায়নি টিম ইন্ডিয়া। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি’‌র থেকে ট্রফি নেবেন না তাও জানিয়েছিলেন আগেই সূর্যরা। কিন্তু তিনিই আসেন পুরস্কার দিতে। তাও ভারত ট্রফি নেয়নি। এখন প্রশ্ন ভারতের ট্রফি গেল কোথায়?‌

রবিবার শেষে জানা গিয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি মাঠ ছাড়ার সময় ট্রফি নিয়ে গিয়েছেন। দেখা গিয়েছিল, নকভি যখন মাঠ ছাড়ছেন, তখন একটি রুপোলি মোড়কে ট্রফি নিয়ে তাঁর পিছন পিছন আসছেন এসিসির কয়েক জন কর্তাভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিসইকিয়া পরিষ্কার বলে দিয়েছিলেন, নকভি ট্রফি নিয়ে পালিয়েছেন

আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালের ক্ষতে প্রলেপ পড়ছে না শোয়েবের, সব দোষ চাপালেন এর উপরে, বললেন 'নির্বোধের মতো...'...

এখন, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ট্রফিটি দুবাইয়ে এসিসির সদর দপ্তরে রয়েছে, যা দুবাইয়ে যে স্টেডিয়ামে ফাইনালে হল, সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এই বাড়িটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরের কাছেই। ঘটনা হল, এশিয়া কাপ চলাকালীন বার বার জয় শাহের আইসিসির সঙ্গে মতবিরোধ হয়েছে মহসিন নকভির এসিসির। নকভিই ট্রফিটি এসিসির দপ্তরে লুকিয়ে রেখেছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি। এখনও স্পষ্ট নয়, ভারতীয় দলকে এসিসি ট্রফিটি আদৌ হস্তান্তর করবে কি না।

এর মধ্যেই জানা গেল, ট্রফি ভারতকে ফেরত দেওয়ার কথা বলেছেন নকভি। তবে চাপিয়েছেন একটা কঠিন শর্ত। তিনি নাকি আয়োজকদের জানিয়েছেন,ভারত চ্যাম্পিয়নের ট্রফিমেডেল পাবে তবে তার জন্য অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং সূর্যকুমার যাদব ও তাঁর দলকে সংবর্ধনা করার সুযোগ দিতে হবে তাঁকে। তবে সেই সুযোগ নকভি পাবেন না।

রবিবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না পাওয়া নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, 'চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটারসাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। সকলে বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।’

এদিকে, রবিবার ম্যাচের পর সংবাদ সংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব সইকিয়া বলেন, ‘‌'যেহেতু ভারত–পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি রয়েছে তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন।’‌'

নকভির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানানো হবে জানিয়ে সইকিয়া বলে দেন, ‘‌'নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি–র বৈঠক আছে। সেখানে আমরা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ জানাব।’‌' 

আরও পড়ুন: 'চোখের সামনে দেখলাম আমাদের ট্রফি নিয়ে পালাচ্ছে ওরা', ট্রফি বিতর্ক নিয়ে এবার তীব্র ক্ষোভ ঢেলে দিলেন সূর্য