আজকাল ওয়েবডেস্ক: ভারতকে চ্যাম্পিয়ন করলেন তিলক ভার্মাটানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররাদুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি

কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।

আরও পড়ুন: ‘‌গোটা ক্রিকেট বিশ্বকে অপমান করল ভারত’‌, হারের জ্বালা সহ্য করতে না পেরে সূর্যদের সমালোচনায় পাক অধিনায়ক ...

এবার পাকিস্তান দলকে কটাক্ষ করলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তিনি বললেন, ''এটা ম্যানেজমেন্টের দোষ। নির্বোধের মতো কোচিং হয়েছেসেন্সলেস কোচিং বলতে যা বোঝায়, তাই হয়েছে''

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের অভিযোগ, 'আমাদের মিডল অর্ডার দুর্বল। এটা সবা জানতারপর মহম্মদ নওয়াজের পর বাড়তি চাপ অথবা শাহি আফ্রিদিফাহিম আশরাফকে উপরের দিকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তো থাকবেই। শেষ দিকে ৫০ রানও যোগ করা যেত তাহলে ১৭৫ হয়ে যেত। একের পর এক ভুল হয়েছে''

তিলক ভার্মা দুঃস্বপ্ন হয়ে ধরা দিয়েছেন পাকিস্তানের কাছে। এশিয়া কাপ ফাইনালে অভিষেক শর্মাকে ফিরিয়ে শুরুতেই সেলিব্রেশনে মজে যায় পাকিস্তান। তারা ভেবেছিল ম্যাচ বুঝি জিতে নিয়েছে। কিন্তু তখনও তিলক ভার্মা অবতীর্ণ হননি। শেষমেষ তিলক ভার্মাই ভারতকে ম্যাচ জিতিয়ে দেন। তার পর নাটকের পর নাটক। 

এশিয়া কাপ জুড়ে বিতর্ক আর বিতর্ক। খেলাতে বিতর্ক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক।

টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।

নকভি চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে হোটেলে রুমে পালিয়ে যান। আর তাঁর এহেন আচরণে প্রচণ্ড চটেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া। তাঁর এই আচরণকে অখেলোয়াড়োচিত বলে উল্লেখ করেন সইকিয়া। 

আরও পড়ুন:  ইলেকট্রিক মিস্ত্রির ছেলের ক্রিকেট শেখার টাকাই ছিল না, সেই তিলকই এখন ভারতীয় ক্রিকেটের নতুন ‘‌তারা’‌