আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। পুরুষ এবং মহিলা বিভাগে ছ’টি করে দেশ খেলার সুযোগ পাবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বৈঠকে চূড়ান্ত হয়ে গেল যোগ্যতা অর্জনের মাপকাঠিও। অলিম্পিক্সেও ভারত–পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা থাকছে।


প্রাথমিকভাবে ঠিক হয়েছিল আইসিসির টি–টোয়েন্টি ফরম্যাটের ক্রমতালিকায় থাকা প্রথম ছ’টি দল অলিম্পিক্সে খেলার সুযোগ পাবে। তবে এভাবে লস অ্যাঞ্জেলসের টিকিট নিশ্চিত করতে পারবেন না সূর্যকুমার যাদবরা। অলিম্পিক্সের মতো ইভেন্টে সব মহাদেশের প্রতিনিধিত্ব গুরুত্ব পেয়েছে আইসিসির বৈঠকে। ক্রমতালিকায় ভিত্তিতে যোগ্যতা অর্জন হলে, সব মহাদেশের প্রতিনিধিত্ব না–ও থাকতে পারে। 


ঠিক হয়েছে, আইসিসির পাঁচটি অঞ্চল থেকে একটি করে দেশ অলিম্পিক্স খেলার সরাসরি ছাড়পত্র পাবে ক্রমতালিকার ভিত্তিতে। অলিম্পিক্সের জন্য ষষ্ঠ দেশটিকে বেছে নেওয়া হবে যোগ্যতা অর্জন পর্বের মাধ্যমে। অর্থাৎ নিশ্চিত না হলেও অলিম্পিক্সে ভারত–পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা থাকছে। বৈঠকের পর আইসিসির এক কর্তা বলেছেন, ‘অলিম্পিক্সের অংশগ্রহণকারী দেশগুলিকে কীভাবে বেছে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, আঞ্চলিক ক্রমতালিকার ভিত্তিতে পাঁচটি দল সুযোগ পাবে। যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতা থেকে ষষ্ঠ দলটি আসবে। আইসিসি উপযুক্ত সময়ে বিস্তারিত জানাবে।’


এখনকার ক্রমতালিকা অনুযায়ী এশিয়া থেকে ভারত, ওসেনিয়া থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ইংল্যান্ড এবং আফ্রিকা থেকে দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলার সুযোগ পাবে। আমেরিকা অঞ্চল থেকে সরাসরি সুযোগ পাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। আবার অলিম্পিক্সের আয়োজক হিসাবে আমেরিকাও দাবিদার। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


জানা গেছে, খেলা হবে টি–টোয়েন্টি ফরম্যাটে। সব মিলিয়ে ২৮টি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে। প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকতে পারবেন। কারণ অলিম্পিক্স কমিটি ইভেন্ট প্রতি ৯০ জন ক্রীড়াবিদের অনুমোদন দিয়েছে। ২০২৮ সালের ১২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত হবে অলিম্পিক্সের ক্রিকেট ম্যাচগুলি। মহিলাদের বিভাগে পদক ম্যাচ হবে ২০ জুলাই। পুরুষ বিভাগে ২৯ জুলাই। প্রতিটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে পোমোনার ফেয়ারগ্রাউন্ড বা মেলার মাঠে। উল্লেখ্য, ১২৮ বছর অলিম্পিক্সে ক্রিকেট হবে ২০২৮ সালে। এর আগে শুধু ১৯০০ সালের গেমসে ক্রিকেট হয়েছিল। খেলেছিল শুধু ইংল্যান্ড এবং ফ্রান্স।