আজকাল ওয়েবডেস্ক:‌ বিজয় হাজারে তো বটেই। পাঞ্জাবের হয়ে এবার রঞ্জি ট্রফি খেলারও সিদ্ধান্ত নিলেন শুভমান গিল। টি–টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন গিল।


২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বিজয় হাজারে ট্রফির খেলা। আর জানুয়ারি মাসের ১১ তারিখ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। ১১ জানুয়ারি খেলা ভদোদরায়। ১৪ জানুয়ারি খেলা রাজকোটে। তৃতীয় ম্যাচ ১৮ জানুয়ারি ইন্দোরে।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের হয়ে বিজয় হাজারে ট্রফির দুটি ম্যাচ খেলবেন গিল। ৩ ও ৬ জানুয়ারি। খেলা যথাক্রমে জয়পুরে সিকিম ও গোয়ার বিরুদ্ধে। এবার জানা গেছে, কিউয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজের পর পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন গিল। 


পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌কিউয়িদের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে ৩ ও ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলবেন শুভমান গিল। এরপর ওয়ানডে সিরিজের পর রঞ্জি ট্রফির ম্যাচও খেলবেন শুভমান।’‌


এটা ঘটনা, টি–টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পরেই ঘরোয়া লাল বলের ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিলেন গিল। এটা ঘটনা, টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না হওয়ায় প্রায় দু’মাস শুভমানের কোনও আন্তর্জাতিক সূচি থাকবে না। সেই সময় পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখনও অবধি যা জানা গেছে, আগামী ২২ জানুয়ারি থেকে সৌরাষ্ট্র এবং ২৯ জানুয়ারি থেকে কর্নাটকের বিরুদ্ধে খেলতে পারেন শুভমান। পাঞ্জাব নকআউট পর্বে উঠলেও খেলতে পারেন ভারতের টেস্ট অধিনায়ক।


প্রসঙ্গত, এশিয়া কাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজেও শুভমান ছিলেন ভারতের সহ–অধিনায়ক। কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি সুযোগ পাননি। বেশ কিছু দিন ধরে ২০ ওভারের ক্রিকেটে চেনা ফর্মে দেখা যাচ্ছে না শুভমানকে। ২০২৫ সালে ১৫টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ খেলে শুভমান করেছেন মাত্র ২৯১ রান। এটাই তাঁর বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার কারণ। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকারও জানিয়েছিলেন, ‘‌ছন্দে না থাকাতেই শুভমানকে দলে নেওয়া গেল না।’‌ 

এদিকে টিম–ইন্ডিয়ার ফোকাস এখন টি–টোয়েন্টি বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দলের ফাঁকফোকর বুজিয়ে নিতে হবে সূর্যকে।