আজকাল ওয়েবডেস্ক: যত কাণ্ড পাকিস্তান সুপার লিগে। মঙ্গলবার পিএসএলে খেলা ছিল মুলতান সুলতানস ও লাহোর কালান্দার্সের। পিএসএলে মুলতান একটিও ম্যাচ এর আগে জিততে পারেনি। পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা লাহোরের বিরুদ্ধে জয়ের সুযোগ তৈরি হয়েছিল মুলতানের। প্রথমে ব্যাট করে ২২৯ রান করে মুলতান। শেষ পর্যন্ত ৩৩ রানে ম্যাচ জিতে নেয় মুলতান। পিএসএলে এটাই প্রথম জয় মুলতানের।
মুলতানের জয়ে বড় ভূমিকা নিয়েছেন উবেইদ শাহ। তিন উইকেটের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ইংরেজ ব্যাটার স্যাম বিলিংসের উইকেট। ২৩ বলে ৪৩ রান করে ফেলেছিলেন তিনি। ১৫ তম ওভারে বিলিংসকে আউট করেন উবেইদ। এরপরেই ঘটে যায় এক ঘটনা। সতীর্থদের সঙ্গে উল্লাস করছিলেন উবেইদ। এগিয়ে আসেন উইকেটরক্ষক উসমান। তাঁর সঙ্গে হাই ফাইভ করতে গিয়েছিলেন উবেইদ। কিন্তু হাত সজোরে গিয়ে লাগে উসমানের কপালে। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান।
উসমান বেশ কিছুক্ষণ মাটিতে শুয়েছিলেন। দেখে বোঝা যাচ্ছিল, ভালই আঘাত লেগেছে তাঁর। মাঠেই ছুটে আসেন চিকিৎসক। যদিও বাকি সতীর্থরা বিষয়টি খুব একটা সিরিয়াসলি নেননি। তাঁরা বেশ হাসছিলেন। উসমানকে আঘাত করে উবেইদও হাসছিলেন। বেশ কিছুক্ষণ চিকিৎসার পর ফের উইকেটের পিছনে দাঁড়িয়ে পড়েন উসমান। শুরু হয়ে যায় খেলা।
