আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানি খেলোয়াড়রা নিজেদের দেশেই নিরাপদ নন। 
সে দেশে বিদেশি দল ক্রিকেট খেলতে যেতে ভয় পায়। নিরাপত্তার মাত্রাতিরিক্ত কড়াকড়ি থাকে। কিন্তু নিজেদের দেশের তারকা ক্রিকেটারকেও ছাড় দেওয়া হচ্ছে না। 

তরুণ পাক তারকা নাসিম শাহের বাড়িতে হামলা করেছেন বন্দুকবাজরা। 
তাঁর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। 

আবদুল কাদির অ্যাকাডেমির ছাত্র তিনি। পাকিস্তানের নামী লেগ স্পিনারের নামে তৈরি ক্রিকেট অ্যাকাডেমি থেকে ভাল স্পিনার, ভাল বোলার-ব্যাটার বেরোচ্ছেন। সেই নাসিম শাহের বাড়িতেই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।  

পুলিশ সূত্রের খবর, অজ্ঞাত পরিচিত বন্দুকধারীরা নাসিম শাহের বাড়ির মূল ফটক ও জানালা লক্ষ্য করে গুলি চালায়। তাদের গুলি চালনার ফলে ক্ষতিগ্রস্ত হয় একটি গাড়িও। 

পাক পেসার নাসিম অবশ্য সেই সময়ে  রাওয়ালপিন্ডিতে ছিলেন। কিন্তু তাঁরক পরিবার ছিলেন সেখানে। হতাহতের খবর পাওয়া যায়নি।  শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলছে পাকিস্তানের। জাতীয় দলের সঙ্গে রয়েছেন নাসিম। 
ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। অজ্ঞাত বন্দুকধারীদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে বলে খবর।