আজকাল ওয়েবডেস্ক: ভারত ৪ এবং পাকিস্তান ০। এই হল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের গত এক মাসের হিসাব। পাকিস্তানের অনেক সমর্থক এশিয়া কাপ ফাইনালের পর আশা রেখেছিলেন যে মহিলা দল বদলা নেবে। তাতেও জল ঢেলে দিলেন হরমনপ্রীত কৌররাকলম্বোয় পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন ৮৮ রানে ফাতিমা সানার দলকে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ২৪৭। ভারতের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের সিদ্রা আমিন ছাড়া কেউই রান পাননি।

সেই সিদ্রা আমিনের শাস্তি হয়েছে ম্যাচের শেষে। আইসিসির কোড অফ কন্ডাক্ট ভাঙার দায়ে তাঁকে তিরস্কৃত করা হয়েছেএকইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছেম্যাচ শেষে রেফারি শান্দ্রে ফ্রিটজের কাছে সিদ্রা আমিন নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি

আরও পড়ুন: ক্লাইভের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য আর নেই 

আইসিসি আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন সিদ্রা। আউট হয়ে ফেরার পথে সিদ্রা আমিন রাগত ভাবে ব্যাট দিয়ে পিচে আঘাত করে বসেন। ইদানীং ভারত-পাক ম্যাচ মানে ক্রিকেট কম, রাজনৈতিক কথাবার্তাই বেশিএশিয়া কাপে দেখা গিয়েছে দুই প্রতিবেশি দেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননি

মহিলাদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচেও এশিয়া কাপের ছায়া বিস্তার করেছে। এক পাক সাংবাদিকের প্রশ্ন নেওয়াই হয়নিটসের সময়ে দেখা গেল হরমনপ্রীতফতিমা কেউ সৌজন্য বিনিময় করলেন না। একে অপরের সঙ্গে করমর্দনও করলেন না। পাকিস্তান টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারত প্রথমে ব্যাটিং করবে। খেলা চলে গেল ব্যাকসিটে। তার পরিবর্তে হ্যান্ডশেক বিতর্ক মাথাচাড়া দিল।

পাকিস্তান মাত্র ১৫৯ রানেই অল আউট হয়ে যায়। ক্রান্তি গৌর এবং দীপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন। ম্যাচে একবারের জন্যও মনে হয়নি যে পাকিস্তান ভারতকে চাপে ফেলেছে। মাঝে উইকেট না হারালেও ভারতীয় বোলাররা একের পর এক ডট বল খেলিয়েই চাপে ফেলে দিয়েছিলেন পাক ব্যাটারদের। ফলে, সেই চাপ নিতে না পেরে নিজেরাই উইকেট দিয়ে আসেন পাকিস্তানের ব্যাটাররা। তবে টিম ইন্ডিয়ার এদিনের পারফরম্যান্স পুরোপুরি দলগত। ব্যাট হাতে যেমন সকলেই কম বেশি অবদান রেখেছেন তেমনই বোলিং এবং ফিল্ডিংয়েও সকলের অবদান চোখে পড়েছে। 

আরও পড়ুন:  বিগ ব্যাশের পর লঙ্কা প্রিমিয়ার লিগ, এলপিএলে এবার খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারদের, কারা আছেন