আজকাল ওয়েবডেস্ক: টানা সাত ম্যাচ জিতে মেঘের উপর দিয়ে হাঁটছিল হানসি ফ্লিকের বার্সেলোনা। কিন্তু ওসাসুনা মাটিতে নামিয়ে আনল তাদের। এই ম্যাচ জিতলে নতুন এক রেকর্ড গড়তে পারতেন ফ্লিক। টানা আট ম্যাচ জিতে জেরার্দো মার্টিনোর সঙ্গে একই বন্ধনীতে নাম লেখাতে পারতেন তিনি।
বার্সার কোচ থাকার সময়ে মার্টিনো টানা আট ম্যাচ জিতেছিলেন। ফ্লিকও সেই দিকেই এগোচ্ছিলেন। কিন্তু ছন্দপতন ঘটাল ওসাসুনা। ৪-২ গোলে হার মানল বার্সেলোনা।
ওসাসুনার বিরুদ্ধে লামিন ইয়ামালকে ডাগ আউটে রেখে দল সাজান হানসি ফ্লিক। রাফিনিয়াকেও প্রথম একাদশে রাখা হয়নি। বার্সা অবশ্য প্রথম থেকেই বল নিজেদের দখলে রাখে। বার্সা সুযোগের সদ্ব্যবহার করতে না পারলেও ওসাসুনা সুযোগ কাজে লাগায়।
২৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৫৩ মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান পাও ভিক্টর। ৭২ মিনিটে ওসাসুনা এগিয়ে যায় ৩-১ গোলে। এর ১৩ মিনিট পরে ফের গোল করে বার্সার কফিনে শেষ পেরেক পুঁতে দেয় ওসাসুনা। শেষের দিকে পরিবর্ত হিসেবে নেমেছিলেন ইয়ামাল। তিনি গোল করলেও ম্যাচ জিততে পারেনি বার্সেলোনা।
ম্যাচ হারলেও বার্সেলোনা লিগ টেবলের শীর্ষেই রয়েছে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। হারের নৈতিক দায় স্বীকার করে নেন বার্সা কোচ ফ্লিক।
