আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির পর রোহিত ও বিরাটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই তারকাই আছেন। এদিকে নির্বাচক প্রধান অজিত আগরকার জানিয়েছেন, দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে টুর্নামেন্টের পর। তিনি আরও জানিয়েছেন, আপাতত পুরো ফোকাস চ্যাম্পিয়ন্স ট্রফির উপর। তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া যাবে।
এক সাংবাদিক সম্মেলনে আগরকার জানিয়েছেন, ‘আর একমাস বাকি টুর্নামেন্টের। একদিনের ক্রিকেটে এই ক্রিকেটাররা দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাকি বিষয়টা আলোচনা করে দেখা হবে। এখন নজর শুধুই ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি।’
এদিকে অজিত আগরকার জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো ওয়ানডে ম্যাচে বুমরার খেলার সম্ভাবনা প্রায় নেই তাই ব্যাক আপ হিসেবে হর্ষিত রানাকে রাখা হয়েছে। আগরকারের কথায়, ‘বুমরার এখন পাঁচ সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। তারপর আমরা ভেবে দেখব। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো ওয়ানডে ম্যাচে বুমরা খেলবে না। ফেব্রুয়ারির শুরুতে গোটা বিষয়টা জানতে পারব।’
এটা ঘটনা সিডনিতে বল করার সময় কোমরে চোট পান বুমরা। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি।
