আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলি নয়। যশপ্রীত বুমরা অথবা রবিচন্দ্রন অশ্বিনও নয়। তাহলে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে কী নিয়ে আতঙ্কে আছে বাংলাদেশ? লিটনদের উদ্বেগের কারণ বল। ওপার বাংলার তারকা ব্যাটার জানান, ভারতে খেলতে আসার আগে এসজি বলের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে বাংলাদেশের ব্যাটাররা। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শাকিব আল হাসানরা। চেন্নাইয়ে প্রথম টেস্টে চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। ঘরের মাঠে এবং সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে কোকাবুরা বলে খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু ভারত এসজি বল ব্যবহার করে, যার চরিত্র কোকাবুরার থেকে অনেকটাই আলাদা। তারমধ্যে প্রধান পার্থক্য বলের সিম। এসজি বলে সিম বেশি। যা কোকাবুরার থেকে এই বলকে অনেকেই আলাদা করে দেয়।
লিটন দাস বলেন, 'ভারতে অন্য বলে খেলা হবে। এসজি বলে খেলা একটু কঠিন। কোকাবুরা বল পুরোনো হয়ে গেলে তুলনামূলকভাবে খেলা সহজ। কিন্তু এসজি বলে ঠিক তার বিপরীত। পুরোনো বলে খেলা কঠিন।' পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ২৯ বছরের ব্যাটার। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দলকে ম্যাচে ফেরান। মেহদি হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধে ১৬৫ রান যোগ করেন। তবে অতীত সাফল্য নিয়ে ভাবতে চান না তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় ভুলে ভারতের বিরুদ্ধে দু'ম্যাচের সিরিজে ফোকাস করতে চান। লিটন বলেন, 'আমরা পাকিস্তানের বিরুদ্ধে ভাল ক্রিকেট খেলেছি। তবে সেটা এখন অতীত। সামনের দিকে তাকাতে হবে। আমাদের মিডিয়ার সাহায্য প্রয়োজন। পাকিস্তান সিরিজ নিয়ে কথা না বললেই আমাদের জন্য ভাল হবে। প্লেয়ার হিসেবে আমি ইতিমধ্যেই সেটা পেছনে ফেলে এসেছি।' ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু। ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট।
