আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল শুরু হবে কবে?‌ সম্প্রতি শোনা যাচ্ছে, ২১ কিংবা ২৩ মার্চ শুরু হতে পারে আইপিএল। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। 


ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫ সালের আইপিএল। উদ্বোধনী ম্যাচ হবে ইডেন গার্ডেনে। যেহেতু গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। তাই উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হবে ইডেনে।


গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ ২৩ মার্চ ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে নামবে ২৩ মার্চ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনাল ২৫ মে রবিবার হবে ইডেনে।


ওই প্রতিবেদনে বলা হয়েছে, এবারের খেলাগুলি হবে আমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, মুম্বই, লখনউ, মুল্লানপুর, দিল্লি, জয়পুর, কলকাতা, হায়দরাবাদ, গুয়াহাটি, ধর্মশালায়। প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াহাটিতে রাজস্থানের বেশ কয়েকটি হোম ম্যাচ হওয়ার সম্ভাবনা। তার মধ্যে ২৬ মার্চ কলকাতা ও ৩০ মার্চ চেন্নাই ম্যাচ রয়েছে। এছাড়া ধর্মশালায় পাঞ্জাবের বেশ কয়েকটি হোম ম্যাচ হওয়ার সম্ভাবনা। 


গত ১২ ফেব্রুয়ারি বোর্ডের বিশেষ সাধারণ সভায় সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন, আইপিএল শুরু হতে পারে ২৩ মার্চ থেকে।