আজকাল ওয়েবডেস্ক:‌ দল ২৮০ রানে জিতলেও রান পাননি বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ৬। দ্বিতীয় ইনিংসে ১৭। যদিও দ্বিতীয় ইনিংসে তাঁর আউট নিয়ে বিতর্ক আছে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তারপর ঘরের মাঠে ভারত তিন টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। যা শুরু হবে ১৬ অক্টোবর থেকে। কিন্তু বিরাটের ব্যাটে রান না থাকায় প্রশ্ন উঠে গেছে। এদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলেছেন, বর্ডার–গাভাসকার ট্রফিতে রানে ফিরবে বিরাট। তাঁর কথায়, ‘‌বিরাট অস্ট্রেলিয়া সিরিজ থেকে খেলতে শুরু করবে। বিরাট অস্ট্রেলিয়ার গতিময় পিচ পছন্দ করে। বড় প্লেয়াররা অনেক সময় ছোট দলের বিরুদ্ধে ফোকাস করতে পারে না। আমার মনে হয় অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে বিরাট জ্বলে উঠবে।’‌ এরপরই বাসিত আলি বলেছেন, ‘‌অনেকেই বলে ভারত ঘরের মাটিতে সিরিজ জেতে। কিন্তু গত দু’‌বার ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে জিতে এসেছে। এবারও সম্ভাবনা প্রবল।’‌ প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার–গাভাসকার ট্রফি। এবারই প্রথম হতে চলেছে পাঁচ টেস্টের সিরিজ। আর ভারত শেষ চারটে সিরিজ জিতেছে। তার দুটি অস্ট্রেলিয়ায় ও দুটি ভারতে। তাই এবারও ভারত হট ফেবারিট হয়েই নামবে অস্ট্রেলিয়ায়।