উৎসবের আবহ যেতেই কাশ্মীরের নতুন রূপ প্রকাশ্যে। হু হু করে নামল তাপমাত্রার পারদ। মাইনাসে নামল তাপমাত্রার পারদ। ভরপুর শীতের আমেজ কাশ্মীরে।
2
7
বুধবার পুরু বরফের চাদরে ঢাকা পড়ল কাশ্মীরের বারমুল্লা জেলার গুলমার্গ। মরশুমের এটিই প্রথমবার একটানা তুষারপাতের সাক্ষী থাকল গুলমার্গ। যার সৌন্দর্যের থেকে চোখ ফেরানো মুশকিল।
3
7
গুলমার্গ ঘিরে বরাবরই পর্যটকদের কাছে বাড়তি উন্মাদনা থাকে। বিশেষত শীতকালে বরফে ঢাকা গুলমার্গের রূপ দেখার জন্য ভিড় হয় এলাকায়।
4
7
প্রতি বছর শীতের মরশুমে তুষারপাতের সাক্ষী থাকার জন্য গুলমার্গে উপচে পড়ে পর্যটকদের ভিড়। ইগলু, স্কি-সহ একাধিক বিনোদনের সুযোগ রয়েছে গুলমার্গে।
5
7
অক্টোবরেও তুষারপাত হয়েছিল কাশ্মীরে। কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে আরও বিস্তীর্ণ এলাকা ঢাকা পড়ল বরফে। চলতি বছরে পর্যটকদের ভিড় আরও বাড়তে পারে।
6
7
স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এদিন গুলমার্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস দু'ডিগ্রি সেলসিয়াস।
7
7
আগামী দু'দিন কাশ্মীরে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে শূন্য ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।