আজকাল ওয়েবডেস্ক: বিস্কুট ভালো না লাগায় বচসা। বাঁশ তুলে দোকানদারের মাথায় বাড়ি। আঘাতে মৃত্যু হল চায়ের দোকানদারের। মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানের রায়নার খালেরপুলে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে মৃত্যু হয় ওই দোকানদারের। পুলিশ ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ফরিদ আলি শেখ (৫০)। বাড়ি রায়নার মাছখান্ডা গ্রামে। খালেরপুল এলাকায় তাঁর একটি চায়ের দোকান আছে। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে চা খেতে যায় বেলসরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি হোসেন মোল্লা। চায়ের সঙ্গে বিস্কুট খান তিনি। কিন্তু সেদিন বিস্কুট ভালো না লাগায় টাকা দিতে অস্বীকার করেন। বিষয়টি নিয়ে বচসা শুরু হয় দোকানদার ও গ্রাহকের মধ্যে। উপস্থিত লোকজন প্রথমে মিটমাট করে দেয়।
কিন্তু কিছুক্ষণ পর ফের দোকানে ফিরে গিয়ে হোসেন মোল্লা ফের সেই প্রসঙ্গ তুলে বাঁশ দিয়ে ফরিদ আলিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মাথায় আঘাত লাগে বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় ফরিদকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজে এবং পরে বামচান্দাইপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নবাবহাটের কাছে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রায়না থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের বক্তব্য, সামান্য একটা বিস্কুট আর তার জেরেই এভাবে একটা প্রাণ ঝরে গেল!
