আজকাল ওয়েবডেস্ক:‌ মুলতানে ইতিহাস তৈরি করলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলি। ৩৮ বছরের নোমান প্রথম পাক স্পিনার যিনি টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর টেস্ট ক্রিকেটে তিনি পঞ্চম পাক বোলার যিনি হ্যাটট্রিক করলেন।


টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ওয়াসিম আক্রাম। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন আক্রাম। ২০০০ সালে সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই হ্যাটট্রিক করেছিলেন আবদুল রাজ্জাক। ২০০২ সালে আবার শ্রীলঙ্কার বিরুদ্ধেই হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ সামি। দু’‌দশক পর ২০২২ সালে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। চার জনই ছিলেন পেসার। ২০২৫ সালের গোড়ায় করলেন স্পিনার নোমান আলি।


এদিকে, মুলতান টেস্টে টস জিতে প্রথমে ব্যাট নিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার টেস্টের প্রথম দিন ১২ তম ওভারে নোমান ফেরান জাস্টিন গ্রেভসকে। পরের দুই বলে নোমান ফেরান টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে। নোমান প্রথম বোলার যিনি মুলতানে টেস্টে হ্যাটট্রিক পেলেন।