আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিতের ডেপুটি করা হয়েছে যশপ্রীত বুমরাকে। ১৮ জনের দলে জায়গা পেয়েছেন বাংলার দু'জন। তাঁরা হলেন আকাশ দীপ এবং অভিমন্যু ঈশ্বরণ। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে মুকেশ কুমারকে। কিন্তু সবচেয়ে বড় চমক, দলে নেই মহম্মদ সামি। তাঁর পরিবর্তে সুযোগ পেলেন হর্ষিত রানা। রাখা হয়েছে নীতিশ কুমার রেড্ডিকেও। কয়েকদিন আগেই বাংলার পেসার নিজেকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেন। ভাবা হয়েছিল, অস্ট্রেলিয়া সফরেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হবে সামির। তার আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলে নিজেকে তৈরি করে নিতে চেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হল না তাঁকে। কয়েকদিন আগে বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, শুরুর দিকের টেস্টগুলোতে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামা কঠিন হবে সামির। সেই কারণেই হয়তো তাঁকে রাখা হয়নি। হয়তো পরের টেস্টগুলোতে দলে ফেরানো হতে পারে তারকা বোলারকে। তবে কটা টেস্টের দল ঘোষণা করা হয়েছে, বোর্ড আলাদা করে জানায়নি। যার ফলে ভাবা হচ্ছে, পুরো সিরিজের দলই ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে কোনও টেস্টেই খেলা হবে না সামির।
চেতেশ্বর পূজারাকে অস্ট্রেলিয়া সিরিজের দলে নেওয়া নিয়ে কথা উঠলেও শেষপর্যন্ত তাঁকে নেওয়া হয়নি। একটি বিবৃতিতে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কুলদীপের বাঁ কুচকিতে চোট আছে। নিউজিল্যান্ড সিরিজের পরই শুশ্রূষা শুরু হবে চায়নাম্যানের। তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হবে। তাই অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়নি কুলদীপকে। বোর্ডের বিবৃতিতে সামিকে নিয়ে কোনও কথাই উল্লেখ করা হয়নি। যার ফলে বোঝা যাচ্ছে না তাঁকে কেন বাদ দেওয়া হল। প্রত্যাশা মতোই সুযোগ পেলেন আকাশ দীপ। তবে বাংলার আরেক ক্রিকেটারের সুযোগ পাওয়া একপ্রকার চমক। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে রান পেলেও উপেক্ষিত হতে হয় অভিমন্যুকে। শেষপর্যন্ত জাতীয় দলে ডাক পেলেন বাংলার ব্যাটার। দলের দু'জন উইকেটকিপার ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল। কেএল রাহুল, সরফরাজ খানকেও রাখা হয়েছে। পেসারদের মধ্যে ফিরছেন প্রসিদ্ধ কৃষ্ণ। নবদীপ সাইনি এবং খলিল আহমেদকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। কামিন্সদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিতরা। ২২ নভেম্বর পারথে শুরু প্রথম টেস্ট।
ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়েসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।
