আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কাছ থেকে কোনও ফোন কল পাননি নীতীশ রানা। এদিকে রিটেনশনের নিয়ম জানিয়ে দিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। কিন্তু নীতীশকে রিটেন করা হবে কিনা সেই বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না তিনি।
কেকেআরের হয়ে সাত বছর খেলছেন নীতীশ। ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সহ অধিনায়কত্বও করেছেন। কিন্তু যে ছ' জনকে রেখে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে তাঁদের মধ্যে নেই নীতীশ রানার নাম। সর্বভারতীয় একটি মিডিয়াকে নীতীশ রানা বলেছেন, ''গত সাত মরশুম ধরে আমি কেকেআর-এর হয়ে খেলছি। সবটা আমার হাতে নেই। আমি নিজেও জানি না আমাকে রাখা হবে কিনা। এখনও পর্যন্ত আমাকে ফোন করেনি কেকেআর ম্যানেজমেন্ট। প্রতিবছরই কেকেআর-এর হয়ে রান করেছি। ওরা যদি আমাকে দলের সম্পদ মনে করে, তাহলে নিশ্চয় রাখবে। আমি কেকেআরের হয়ে খেলতে চাই।''
২০১৬ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক ঘটেছিল নীতীশ রানার। ২০১৮ সালে কেকেআরে তিনি যোগ দেন। ১৫টি ম্যাচে ৩০৪ রান করেন। পরের পাঁচ মরশুমে ৩৪৪, ৩৫২, ৩৮৩, ৩৬১ এবং ৪১৩ রান করেছেন রানা। আঙুলের চোট থাকায় গত মরশুমে মাত্র দু'টি ম্যাচ খেলেন তিনি। সব মিলিয়ে কেকেআর-এর হয়ে ৯০ টি ম্যাচ খেলেছেন নীতীশ। রান করেছেন ২১৯৯। তবে আগামী মরশুমে কেকেআর-এর হয়ে নীতীশ খেলেন কি না সেটাই দেখার।
