আজকাল ওয়েবডেস্ক:‌ প্যারালিম্পিকে কামাল করলেন নীতেশ কুমার। ভারতের প্যারা শাটলার জিতলেন ব্যাডমিন্টনে সোনা। এসএল৩ ক্যাটাগরিতে ব্রিটিশ প্যারা শাটলার ড্যানিয়েল বেথেলকে হারান নীতেশ। যদিও ফাইনালে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হল। নীতেশ প্রথম গেম জেতেন ২১–১৪ ব্যবধানে। দ্বিতীয় গেমে ফিরে আসেন বেথেল। গেমটি জিতে নেন ২১–১৮ ব্যবধানে। আর তৃতীয় গেমে উত্তেজক লড়াইয়ের পর ২৩–২১ জিতে সোনার হাসি নীতেশের।
এর আগে সেমিফাইনালে জাপানের দাইসুকে ফুজিহারাকে নীতেশ হারান ২১–১৬, ২১–১২ গেমে। প্রসঙ্গত, ২৯ বছরের এই শাটলার ২০০৯ সালে দুর্ঘটনায় পা হারান। এর আগে এসএল৩–র সিঙ্গলসে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে রুপো পান নীতেশ। আর প্যারিসে এবার প্যারালিম্পিকে এল সোনা।